নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল
ঢাবি প্রতিনিধি : জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে নয়টার দিকে টিএসসি চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি ভিসি চত্বর হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রোকেয়া হলসংলগ্ন যাত্রী ছাউনিতে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “তরুণ প্রজন্মের প্রথম ভোটাধিকারকে বিগত তিনটি জাতীয় নির্বাচনে পরিকল্পিতভাবে বঞ্চিত করার মধ্য দিয়ে দেশে এক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। সেই স্বৈরাচারী ও অবৈধ সরকারের বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদল টানা ১৭ বছর আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে।”
আরও পড়ুনতিনি আরও বলেন, “দীর্ঘ দমন-পীড়নের অধ্যায় পেরিয়ে দেড় বছর ধরে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে কাজ করে যাচ্ছি। যেখানে আমাদের কাঙ্ক্ষিত প্রথম ভোটের অধিকার প্রতিষ্ঠা অন্যতম প্রধান লক্ষ্য।”
মিছিলে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাদের অনেকে নির্বাচনী তফসিলকে ভবিষ্যতের গণতান্ত্রিক যাত্রার ‘নতুন সূচনা’ হিসেবে উল্লেখ করেন।
মন্তব্য করুন









