শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়লেন ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষক
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে দ্রুত সরে যেতে বাধ্য হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও আওয়ামীপন্থী নীল দলের আলোচিত শিক্ষক আ ক ম জামাল উদ্দীন। তার সঙ্গে ছিলেন একই দলের আরেক শিক্ষক অধ্যাপক জিনাত হুদা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদ এলাকায় এ ঘটনা ঘটে। সাক্ষীদের বরাতে জানা যায়, দুপুরের দিকে আ ক ম জামাল উদ্দীন, জিনাত হুদা, আজমল ভূঁইয়াসহ নীল দলের পাঁচজন শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে গোপনে বৈঠকে বসেন। বিষয়টি জানতে পেরে অনুষদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ভবনের সামনে জড়ো হন। দুপুর একটার দিকে শিক্ষকরা ভবন থেকে বের হলে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরের নেতৃত্বে শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে আ ক ম জামাল উদ্দীন ভবনের নিচে রাস্তায় নেমে দৌঁড় দেন, পেছন পেছন ছুটে যান জুবায়েরও। এরপর আগে থেকে প্রস্তুত গাড়িতে উঠে দ্রুত ক্যাম্পাস ত্যাগ করেন তারা দুজন।
ঘটনাস্থলে উপস্থিত সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “আজ নীল দলের পাঁচজন শিক্ষক গোপনে বৈঠক করছিলেন। আসন্ন নির্বাচন সামনে রেখে ক্যাম্পাস অস্থিতিশীল করার পরিকল্পনার খবর পেয়ে আমরা সেখানে যাই এবং তাদের ঘেরাও করি।”
আরও পড়ুনএবি জুবায়ের পরে ঘটনাটির একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, “চিহ্নিত ফ্যাসিস্ট ও খুনিদের দোসর কয়েকজন শিক্ষক ক্যাম্পাসে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে আমরা তাদের আটকানোর চেষ্টা করি। কিন্তু তারা আগে থেকে রাখা গাড়িতে উঠে পালিয়ে যায়।” তিনি আরও দাবি করেন, সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় শিক্ষার্থীরা ক্লাস–পরীক্ষা বর্জন করে রেখেছেন। তবুও প্রশ্ন থেকেই যায়—এ অবস্থায় তারা কীভাবে ক্যাম্পাসে প্রবেশের সাহস পেলেন?
জুবায়ের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “খুনিদের সহযোগীদের সঙ্গে কোনো সহাবস্থান নয়। দ্রুত তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে।” ঘটনাটি ক্যাম্পাসজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন









