ভিডিও বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১১ ডিসেম্বর, ২০২৫, ০২:০৫ রাত

‘লিজেন্ডারি খেলোয়াড়’ সম্মাননা পেলেন পেসার মারুফা

ছবি: সংগৃহীত, পেসার মারুফা আক্তার

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ‘লিজেন্ডারি খেলোয়াড়’ হিসেবে বিশেষ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের তরুণ পেসার মারুফা আক্তার। এমন অর্জনে আপ্লুত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন মারুফা। বুধবার নিজের ভেরিফায়েড পেজে করা পোস্টে মারুফা এ সম্মাননাকে তার জীবনের একটি ‘স্মরণীয় অধ্যায়’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি উল্লেখ করেন, বিকেএসপির মতো প্রতিষ্ঠান থেকে লিজেন্ডারি খেলোয়াড়ের সম্মান পাওয়া কেবল তার ব্যক্তিগত সাফল্য নয়; বরং এই দীর্ঘ যাত্রায় জড়িয়ে আছে বহু মানুষের ভালোবাসা, ত্যাগ ও কঠোর পরিশ্রম।

কৃতজ্ঞতা প্রকাশ নিজের এই অর্জনের জন্য মারুফা ধন্যবাদ জানিয়েছেন বিকেএসপি কর্তৃপক্ষ, মহাপরিচালক (ডিজি) এবং তার প্রতিদিনের অনুশীলনে ছায়ার মতো পাশে থাকা ট্রেনিং ও কোচিং স্টাফদের। পাশাপাশি মাঠের বাইরে থেকে যারা নিরলসভাবে সমর্থন দিয়ে গেছেন, সেই সব কর্মকর্তাদের প্রতিও তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন

ভবিষ্যৎ লক্ষ্য ও বিশ্বাস মারুফা তার পোস্টে লিখেছেন, এই সম্মান তাকে আবারও প্রমাণ করে দিয়েছে যে পরিশ্রম কখনো বৃথা যায় না, সঠিক সময়েই তার যথাযথ মূল্যায়ন পাওয়া যায়। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে জাতীয় দলের এই তারকা পেসার বলেন, তিনি বাংলাদেশকে আরও বড় মঞ্চে প্রতিনিধিত্ব করতে চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লিজেন্ডারি খেলোয়াড়’ সম্মাননা পেলেন পেসার মারুফা

তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে আগাম প্রচারসামগ্রী সরানোর নির্দেশ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী গ্রেফতার

৩০ ফুট গভীরে একাধিকবার ক্যামেরা পাঠিয়েও দেখা যায়নি শিশু স্বাধীনকে

নির্বাচনে সালাহউদ্দিনের প্রতিদ্বন্দ্বি হলেন তার শিক্ষক

গণভোট কীভাবে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষও জানতে পারবেন