ভিডিও সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:২২ রাত

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম

বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।

সোমবার (৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি। এ সময় লক্ষীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু।

জানা গেছে, ২০১৮ সালের নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে তিনি এই আসন নির্বাচনে করেছিলেন। বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করেন দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগদান করেন শাহাদাত হোসেন সেলিম।

লক্ষীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়ে আমির খসরু বলেন, ধানের শীষের এই মনোনয়ন সেলিম অর্জন করেছে। আন্দোলন-সংগ্রামে তার অবদানকে মাথায় রেখে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে জয় আসবে ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশকে রক্ষা করার সংগ্রাম, গণতন্ত্র ও দেশের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার সংগ্রামে আমাদের বিজয়ী হতে হবে। সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে। মান-অভিমান অতীতেও ছিল, ভবিষ্যতে থাকবে। সবার মধ্যে প্রতিযোগিতা থাকবে। কিন্তু আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশের জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে।

আরও পড়ুন

 

যোগদান অনুষ্ঠানে শাহাদাত হোসেন সেলিম বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি দিয়ে আমাদের রাজনীতি শুরু হয়। কোনো কারণে পববর্তীতে আমাকে বিএনপি ছাড়তে হয়েছিল। তারপরও হৃদয়ে বিএনপিকে সব সময় ধারণ করতাম এবং বিগত সময়ে বিএনপির সঙ্গেই রাজনীতি করেছি, আন্দোলন-সংগ্রাম করেছি।

এ সময় বাংলাদেশ এলডিপিকে বিলুপ্ত ঘোষণা করেন শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, দীর্ঘ ২৫ বছর পর ঘরের ছেলে ঘরে ফিরতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। যারা দলের যোগ দিয়েছেন তাদেরকে সবাইকে যেন যথার্থ মূল্যায়ন করা হয়। আগামী দিনেও বিএনপির হাত শক্তিশালী করব, আমি ওয়াদা করছি।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম

লাখাইয়ে বিল দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ঢাকায় পথচারীদের সাথে সাত কলেজের শিক্ষার্থীদের হাতাহাতি

আমাদের কষ্ট দিয়ে আ/ন্দো/লন করলে দাবি পূরণ হবে না: শিক্ষার্থীদেরকে পথচারীরা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বগুড়া জেলা বিএনপির গণদোয়া

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি