বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের দ্বি বার্ষিক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত
আজ (০৬.১২.২০২৫খ্রি: শনিবার) বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের দ্বি বার্ষিক জরুরী সাধারণ সভা ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধ মো: মতিউর রহমান তালুকদার।
বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স-এর সভাপতি মো: আলমগীর হোসেন খান। ডেইলি প্রেজেন্ট টাইমসের চীফ এডিটর ও বাংলাদেশ এডিটরস ফোরামের জেনারেল সেক্রেটারি মো: ওমর ফারুক জালাল। সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশনের মহাসচিব মো: খায়রুল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি হাবিবুর রহমান তালুকদার, প্রেস ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ আলী খান, প্রেস ফেডারেশনের মহাসচিব মশতাক আহমদ, বাংলাদেশ সংবাদপত্র কর্মচারি ফেডারেশন যুগ্ম- মহাসচিব তানভীর হোসেন, জাহাঙ্গীর হোসন, সংগ্রাম ইউনিটের সভাপতি হাবিবুল্লাহ হাবিব, ইত্তেফাক ইউনিটের সদস্য আমিনুল ইসলাম, ভোরের ডাক ইউনিটের সভাপতি আসাদুজ্জামান, দেবেন্দ্রনাথ মজুমদারসহ প্রমুখ।
আরও পড়ুনসভায় উপস্থিত ছিলেন সকল পত্রিকার ইউনিট সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাধারণ সদস্যবৃন্দ।
সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী এক মাসের মধ্যে ফেডারেশনের ২০২৬-২০২৭ সালের সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। একজন নির্বাচন কমিশনার, ১জন সদস্য সচিব ও ১ জন সদস্যসহ নির্বাচন পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয় যে, আগামী দিনে যে কোন আন্দোলন ঘোষিত হলে সকলে জনশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। সভা শেষে দেশ ও জাতি এবং ফেডারেশনের মৃত সদস্যদের জন্য দোয়া করা হয়।
মন্তব্য করুন





_medium_1764771819.jpg)

_medium_1765022875.jpg)

