ভৈরবে গ্যাস সিলিন্ডারের আগুনে শিশুসহ দগ্ধ ১৫
কিশোরগঞ্জের ভৈরবে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ১৫ জন দগ্ধ হয়েছেন।
গতকাল ( ০৪ ডিসেম্বর ) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আগানগর ইউনিয়নের টুকচাঁনপুর চরপাড়া এলাকার মেঘনা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের দোকানি জহির মিয়া সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। কিন্তু ভুলবশত তিনি দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারের রেগুলেটরের সুইচ বন্ধ করেননি। ফলে দীর্ঘ সময় ধরে বন্ধ দোকানের ভেতর গ্যাস জমে যায়। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরা আগুনের কবলে পড়েন।
দগ্ধরা হলেন—হারুন মিয়া (৪০), সোহাগ মিয়া (১০), ওয়াসিবুল (১০), সামিউল (৯), আল আমিন (৮), শুভ (৮), নিরব (১৫), রাহাত (১২), ফাহিম (১০), আমিন (১০), হেকিম মিয়া (৫৫), সেরাজুল (১০), ছিদ্দিক মিয়া (৫৮), মোর্শিদ মিয়া (৫৫) ও নাছির মিয়া (৪০)।
আরও পড়ুনভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর জানান, হাসপাতালে আনা ১৫ জনের মধ্যে হারুন মিয়ার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। এছাড়া বাকিদের শরীরের ২০ থেকে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম বলেন, হঠাৎ বিকট শব্দের বদলে রাস্তার দিকে আগুনের গোলা ছুটে আসতে দেখি। সিলিন্ডারের গ্যাস থেকেই এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1764937064.jpg)



