যারা নিজ দলের কর্মী হত্যা করে তারা জনগণের কি নিরাপত্তা দেবে : মাওলানা রফিকুল ইসলাম খান
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের নির্বাচনি সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, যে দলের কাছে নিজ দলের লোকই নিরাপদ নয়, তাদের কাছে এ দেশের জনগণ কিভাবে নিরাপদে থাকবে। ক্ষমতায় না থেকেই টেম্পু স্ট্যান্ড, বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড কিংবা বালুমহল দখল নিয়ে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার করতে গিয়ে যারা নিজ দলের কর্মী হত্যা করে। তারা জনগণের কি নিরাপত্তা দিবে।
তিনি আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্বের কোনো বিকল্প নেই। দেশের উন্নয়নে জনগণের ভোটই হবে বড় শক্তি। উধুনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আলহাজ আসাদুল্লাহ সরকারের সভাপতিত্বে উধুনিয়া বাজারের নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখেন- উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল বারী, উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল আলীম, বাঙ্গালা ইউনিয়ন জামায়াতের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, খানমরিচ ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ, হিন্দু সম্প্রদায়ের নেতা দুলাল দাস প্রমুখ।
আরও পড়ুনমন্তব্য করুন







