খুলনা-১ আসনে বিএনপির প্রার্থী আমির এজাজ খান
জল্পনা-কল্পনা কাটিয়ে অবশেষে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে আমির এজাজ খানকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় খুলনা-১ আসনসহ নতুন করে আরও ৩৬ আসনের প্রাথমিক প্রার্থীর ঘোষণা করা হয়।
২০০১ সালের পর থেকে বিএনপি যতগুলো নির্বাচনে অংশ নিয়েছে, সব কটিতে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছেন আমির এজাজ খান। এবার বিএনপি তার উপরেই আস্থা রেখেছে।
আমির এজাজ খান বলেন, দীর্ঘদিন দলের সঙ্গে রাজনীতি করেছি। ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত দলের জন্য কাজ করে যাচ্ছি। পরিশ্রমের ফল পেয়েছি। দল আমাকে প্রতিদান দিয়েছে। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার সুস্থতা কামনায় দোয়া চাই।
আরও পড়ুনআমির এজাজ খান খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক। এছাড়া তিনি জেলা বিএনপি'র সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সরকারি সুন্দরবন কলেজ থেকে বিএ পাস করেন। একই কলেজের সাবেক জিএস ছিলেন তিনি। ১৯৮৭ সালে তিনি কলেজ ছাত্রদলের আহবায়ক ছিলেন।
এই আসনটিতে জামায়াতের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে দলটির ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী দলটির খুলনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






