ভিডিও বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ ডিসেম্বর, ২০২৫, ১১:৪০ দুপুর

বিশ্বকাপে যাচ্ছেন সালাউদ্দিন-আশরাফুল

বিশ্বকাপে যাচ্ছেন সালাউদ্দিন-আশরাফুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর কিছু দিনের বিশ্রাম পেয়েছেন ক্রিকেটাররা। আসন্ন বিপিএল শুরুর আগে নেই কোনো খেলা। এ ছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশ দলের। তবে গুঞ্জন ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ সালাউদ্দিন এবং মোহাম্মদ আশরাফুল যাচ্ছেন কি না সে বিষয় নিয়ে। কেননা গেল মাসে বোর্ডের কাছে পদত্যাগপত্র দিয়েছিলেন সালাউদ্দিন। তবে বোর্ড সেটি গ্রহণ করেনি বলে জানা গেছে। এ ছাড়া আশরাফুলকে সবশেষ আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছিল বিসিবি।যে কারণে গুঞ্জন ছিল এখানেই শেষ কি না আশরাফুল অধ্যায়। তবে তেমন কিছু হচ্ছে না বলেই খবর পাওয়া যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন আশরাফুল-সালাউদ্দিন দুজনই। 

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন তারা দুজনই বিশ্বকাপে দলের সঙ্গে থাকছেন।এ ছাড়া কোচিং স্টাফের সকল সদস্যই থাকছেন বিশ্বকাপে, কোনো পরিবর্তন হচ্ছে না। এদিকে গেল মাসের ৪ নভেম্বর অনেকটা হুট করেই মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ ছাড়তে চান বলে গুঞ্জন ওঠে ক্রিকেটাঙ্গনে, আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই দায়িত্ব ছাড়বেন তিনি। তবে সেটি আর হচ্ছে না, থেকে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল চুক্তির মেয়াদ পর্যন্ত থাকবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন

২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান ঘরোয়া ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই কোচ। যা জাতীয় দলের দায়িত্বে সালাউদ্দিনের দ্বিতীয় অধ্যায়। তিনি প্রথমবার ২০০৬–২০১০ সালে বাংলাদেশের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে ২০১০-১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞ কোচ ছিলেন সালাউদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে যাচ্ছেন সালাউদ্দিন-আশরাফুল

আজ দিল্লী সফরে আসছেন পুতিন

অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে যা জানালেন অ্যাটর্নি জেনারেল

আজ সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে চা দোকানিকে কুপিয়ে হত্যা

আজ দুই দফায় খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত সর্বশেষ অবস্থা জানা যাবে