নাতনিকে বিয়ে না করার পরামর্শ দিলেন জয়া বচ্চন
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। ‘বিগ বি’ অমিতাভ বচ্চনের সঙ্গে পাঁচ দশকের দাম্পত্যজীবন তার। তিনিই এবার বিয়েকে ‘পুরোনো ধারণা’ বলে আখ্যা দিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে, সম্পর্ক এবং অমিতাভ বচ্চনকে ঘিরে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে আবারও আলোচনায় অভিনেত্রী।
জয়া বলেন, বিয়ের ধারণা আজ পুরোনো হয়ে গেছে। বিশেষ করে নিজের নাতনি নভ্যা নাভেলিকে তিনি বিয়ে না করারই পরামর্শ দিয়েছেন। বলেছেন, আমি চাই না নভ্যা বিয়ে করুক।
তিনি আরও বলেন, জীবনকে উপভোগ করা উচিত। সম্পর্ক, শারীরিক আকর্ষণ—এগুলোর গুরুত্ব আছে; কিন্তু বিয়ের মতো সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আজ অনেকটাই কমে গেছে।
অমিতাভের সঙ্গে বিয়ে নিয়ে অভিনেত্রীর ভাবনা কি একই ছিল, এমন প্রশ্নের জবাবে জয়া বলেন, আমি তাকে (অমিতাভ বচ্চন) জিজ্ঞেস করিনি। উনি হয়তো বলবেন, আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু আমি সেটি শুনতে চাই না।
আরও পড়ুনযদিও তাদের ভালোবাসা, বিয়ে এবং ৫২ বছরের দাম্পত্য নিয়ে এখনো ভক্তদের আগ্রহ কম নয়।
বিগ বি অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বিয়ের পেছনের গল্পটিও যেন সিনেমার মতোই নাটকীয়। ১৯৭৩ সালে ‘জঞ্জির’ সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর তাদের দলবল নিয়ে লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন জানতে চাইলেন কারা যাবে? জয়াসহ মেয়েদের নাম শুনে তিনি স্পষ্ট বললেন, আগে বিয়ে করো, তারপর যাও। বাবার কথা রাখতেই মাত্র এক রাতের প্রস্তুতিতে বিয়ে সারেন দুজনে। পরদিনই উড়াল দেন লন্ডনে।
প্রসঙ্গত, জয়া বচ্চন মানেই যেন বিতর্ক! সম্প্রতি পাপারাজ্জিদের কড়া ভাষায় শাসিয়ে ফের বিতর্কের মুখে পড়েন বিগ বি ঘরনি। এবার বিয়েকে পুরোনো ধারণা বলায় চটেছেন নেটিজেনদের একাংশ।
মন্তব্য করুন

_medium_1764776296.jpg)







