শ্রীলঙ্কায় সম্প্রতি ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমান বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর দেড়টা নাগাদ শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস ত্রাণসামগ্রী শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে খাদ্যসামগ্রী, জরুরি ওষুধসামগ্রী, তাঁবুসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। শ্রীলঙ্কার সরকার বাংলাদেশের এই জরুরি মানবিক সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।

নিউজ ডেস্ক
_medium_1764772402.jpg)

_medium_1764769319.jpg)





