ভিডিও বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৭ রাত

কৃষিকাজে বাড়ছে নারীর চাহিদা 

তারাগঞ্জে আমন ধান ঘরে তুলেই আলু রোপণ

তারাগঞ্জে আমন ধান ঘরে তুলেই আলু রোপণ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: আমন ধান ঘরে তোলার পরপরই ভাল দাম পাওয়ার আশায় সেই জমিতে আলু রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন চাষিরা। চলতি মৌসুমের শেষ সময়ে হিমাগারে রাখা আলুর আশানুরুপ দাম না পেলেও লাভের আশায় আবারও আলু রোপণ করছেন। এ অঞ্চলের মাটি আলু চাষের জন্য উপযোগী হওয়ায় তুলনামূলক অধিক জমিতে উচ্চ ফলনশীল জাতের আলু চাষ করেন চাষিরা। অন্যান্য রবি শস্যের চেয়ে আলু লাভজনক ফসল হওয়ায় কয়েক বছর ধরে এ অঞ্চলের কৃষকেরা আলু চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭ হেক্টর জমিতে। কিন্তু চলতি মৌসুমে এবার ২৫ হেক্টরের বেশি জমিতে আলু চাষবাদ করা হবে। বর্তমানে এসব জাতের আলুর বীজ কৃষকেরা রোপণ করছেন এর মধ্যে ডায়মন্ড, কাডিনাল, দেশীয় জাতের লাল পাকড়ী ও গ্রেনোলা বীজ উল্লেখযোগ্য। বেশি ফলনের আশায় কৃষকেরা এবার এসব বীজ সংগ্রহ করে রোপণ শুরু করেছেন।

বুধবার সরেজমিনে উপজেলায় ঘুরে দেখা গেছে, আলু রোপণ ঘিরে মাঠজুড়ে কৃষক-কৃষাণিদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দ্বিগুণ লাভের আশায় মাঠে কেউ বা জমি তৈরি, আগাছা পরিস্কার ও বীজ সংগ্রহ নিয়ে নিজেদের মতো ব্যস্ত সময় পার করছেন।
আলু চাষি বিপ্লব জানান, ৬ একর জমিতে আলু চাষ করছি। গত বছর আলু ও বোরো ধান এবং চলতি বছর আমন ধানের বাজার দাম কম হওয়ায় লোকসান গুনতে হয়েছে। তাই আমন ধানের ক্ষতি পুষিয়ে নিতে বেশি লাভের আশায় আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছি।

আরও পড়ুন

উপজেলা কৃষি অফিসার ধীবা রাণী জানান, আমন ধান কাটা মাড়াইয়ের পর ওই জমিতে আলু চাষাবাদ শুরু হয়েছে। আলু বীজের কোন সমস্যা নেই।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাগঞ্জে আমন ধান ঘরে তুলেই আলু রোপণ

জবি ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বৃদ্ধি

গাজায় ধ্বসস্তূপে একসঙ্গে ৫৬ দম্পতির বিয়ে

এবার ইসরাইলকে বয়কট করল গিনেস বুক

এবার ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি হচ্ছেন জয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস