ভিডিও বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৩ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৯ দুপুর

জয়পুরহাটে টিউবওয়েলের হ্যান্ডেলের আঘাতে ফুফু নিহত, ভাতিজি আহত

জয়পুরহাটে টিউবওয়েলের হ্যান্ডেলের আঘাতে ফুফু নিহত, ভাতিজি আহত, ছবি: দৈনিক করতোয়া।

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে দুর্বৃত্তদের টিউবওয়েলের হান্ডেলের আঘাতে নুরুন্নাহার বেগম  (৪৭) নামের এক নারী নিহত ও তার ভাতিজি খাতিজা খাতুন (১৬) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে জয়পুরহাট সদর উপজেলার  চিরলা গ্রামের এ ঘটনা ঘটে। নিহত নুরুন্নাহার বেগম  সদর উপজেলার চিরলা গ্রামের গফুর মন্ডলের মেয়ে। আহত খাতিজা খাতুন  নুরুন্নাহার বেগমের ভাতিজি।বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হোসেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, নুরুন্নাহার বেগম ও ভাতিজি খাতিজা খাতুন একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বত্তরা ঘরে ঢুকে তাদের টিউবওয়েলের হ্যান্ডেল দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে অবস্থার গুরুতর হওয়ায়  উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নুরুন্নাহার মারা যায়। আর খাতিজা খাতুনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা  জেনারেল হাসপাতাল মর্গে  পাঠানো হয়েছে। কী উদ্দ্যেশ্যে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে টিউবওয়েলের হ্যান্ডেলের আঘাতে ফুফু নিহত, ভাতিজি আহত

জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে : প্রধান উপদেষ্টা

আট কুকুরছানা হত্যায় মামলা দায়ের : সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেফতার

অ্যাতলেতিকোকে বড় ব্যবধানেই হারালো বার্সা

বার্ষিক পরীক্ষা বন্ধ : প্রাথমিক বিদ্যালয়ে চলছে ‘কমপ্লিট শাটডাউন’

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস