বগুড়ায় ২শ’ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার একটি টিম শহরের সেউজগাড়ী পালপাড়া রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করে।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবাসহ ওই ২ জনকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পূর্ব বোরাই (কালীতলা) এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মো. আব্দুর রশিদ (৩৭) ও একই উপজেলার লতলা পূর্ব পাড়ার অজিত বসাকের ছেলে দাম বসাক (৩০)। গ্রেফতার আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন





_medium_1764682868.jpg)


_medium_1764678965.jpg)