সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১১৯৫
সারাদেশে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৯৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের অভিযানে মোট এক হাজার ১৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অভিযানে ওয়ান শুটার গান ১টি, দেশীয় তৈরি পাইপগান ১টি, বিদেশি পিস্তল ২টি, ম্যাগাজিন ২টি, গুলি ৩ রাউন্ড, কার্তুজ ২টি, সুইচ গিয়ার চাকু ১টি, দা ৩টি উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1764678965.jpg)
_medium_1764675921.jpg)
_medium_1764675634.jpg)

