ভিডিও মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪১ বিকাল

পাবনার ঈশ্বরদীতে অস্ত্র উঁচিয়ে গুলি করা যুবক তুষার গ্রেফতার পিস্তল-গুলি জব্দ

পাবনার ঈশ্বরদীতে অস্ত্র উঁচিয়ে গুলি করা যুবক তুষার গ্রেফতার পিস্তল-গুলি জব্দ

পাবনা ও ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতের সমর্থকদের সংঘর্ষে অস্ত্র উঁচিয়ে গুলি করে এক যুবক। তার সেই ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে তার নাম জানা যায় তুষার হোসেন (২১)। ঘটনার পর চারদিনের মাথায় ধরা পড়লেন পুলিশের হাতে। গতকাল সোমবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার ধানবান্ধি এলাকার জেসি রোডের মতিন সাহেবের ঘাট সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেফতার করে পাবনা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার দেয়া তথ্য অনুযায়ী একপি পিস্তল ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।

পাবনা গোয়েন্দা পুলিশ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত তুষার ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া মহল্লার আবু তাহেরের ছেলে। ডিবি পুলিশ জানায়, আধুনিক তথ্য প্রযুক্তি, স্থানীয় সোর্স ও দীর্ঘ ট্র্যাকিংয়ের মাধ্যমে তুষারের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ডিবি পুলিশের ওসি মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বেনু রায়, এসআই অসিত কুমার বসাকসহ একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তুষার তার হেফাজতে থাকা একটি অবৈধ পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ লুকিয়ে রাখার কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্য মতে, ভেলুপাড়া এলাকায় মাটি খুঁড়ে প্রায় ৬৭ ইঞ্চি নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি লোডেড পিস্তল ও ম্যাগজিনসহ দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

ডিবি ওসি রাশিদুল ইসলাম জানান, এ ঘটনায় তুষারের বিরুদ্ধে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার ঈশ্বরদীতে অস্ত্র উঁচিয়ে গুলি করা যুবক তুষার গ্রেফতার পিস্তল-গুলি জব্দ

পাকিস্তান সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

 দুটি ট্রলারসহ ২৮ বাংলাদেশি জেলেকে আটক করেছে ভারত

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ অটোচালক গ্রেফতার

বিয়ে করলেন পরিচালক মিজানুর রহমান আরিয়ান

চিকেন গার্লিক অনথন স্যুপ রেসিপি