ভিডিও মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৮ দুপুর

বগুড়ার রাজাবাজারে নকল কেমিক্যাল পন্য বিক্রি : ভোক্তা অধিকারের জরিমানা 

ছবি: রাহেনুর ইসলাম,বগুড়ার রাজাবাজারে নকল কেমিক্যাল পন্য বিক্রি : ভোক্তা অধিকারের জরিমানা 

অনলাইন ডেস্ক : আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া জেলার রাজাবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,বগুড়া এর একটি যৌথ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। মনিটরিংকালে মেসার্স রুবেল কেমিক্যাল এন্ড সিরামিকস নামে একটি কেমিক্যাল বিক্রয়ের দোকানে মেয়াদোত্তীর্ণ আতর বিক্রয়,আমদানিকৃত পণ্যে স্টিকার না থাকা,দেশীয় কেমিক্যাল মোড়কজাত করে বিদেশী কোম্পানীর স্টিকার ব্যবহার করা,বিভিন্ন ব্র্যান্ডের স্টিকার লোকাল প্রতিষ্ঠানে বিক্রয় করা সহ বিভিন্ন অপরাধ সংঘটিত হতে দেখা যায়।

যেহেতু প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এই অপকর্ম লোকচক্ষুর অন্তরালে চালিয়ে যাচ্ছিল এবং ভোক্তাদের প্রতিনিয়ত প্রতারিত করে যাচ্ছিল তাই প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৩,০০,০০০/- (তিন লক্ষ টাকা) আর্থিক জরিমানা আরোপ এবং প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করা হয়।অভিযানে মোঃ মেহেদী হাসান, সহকারি পরিচালক,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া এবং মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার বগুড়া এর যৌথ নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন ক্যাব এর সাধারণ সম্পাদক, ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী মোঃ শরিফুল ইসলাম।  এছাড়াও জেলা পুলিশের একটি চৌকস টীম অভিযানে সহায়তা করেন।।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার রাজাবাজারে নকল কেমিক্যাল পন্য বিক্রি : ভোক্তা অধিকারের জরিমানা 

এআই দিয়ে ছবি বানিয়ে অফিস থেকে ছুটি নিলেন কর্মী

তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

নির্ধারিত হলো এলপি গ্যাসের নতুন মূল্য 

এখনও যে ট্রফি অধরা মেসির!

ক্যাব চালকের ঘুষি মারলেন সুদীপা!