ভিডিও মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০২ ডিসেম্বর, ২০২৫, ০২:৩২ দুপুর

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : ইইউ রাষ্ট্রদূত, ছবি: সংগৃহীত।

নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করাকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা বলছে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে তিনি নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। জুলাই চার্টার বাস্তবায়ন এবং গণভোট প্রক্রিয়া নিয়ে যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেসব ক্ষেত্রে ইইউ সার্বিক সহায়তা প্রদান করবে বলেও জানান তিনি। রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের প্রত্যাশা এবারের নির্বাচন হবে স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষ। এছাড়া নির্বাচনে বড় সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহের কথাও জানান ইইউ রাষ্ট্রদূত। তিনি গণভোট প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনেই ইইউ বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।

এর আগে সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দল। এ বৈঠকে চার সদস্যের দলটির নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। আগামী জাতীয় নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দল, আন্তর্জাতিক সংস্থাসহ নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে। এর আগে এ বছরের জানুয়ারি, মার্চ এবং আগস্টে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : ইইউ রাষ্ট্রদূত

শিক্ষকদের আন্দোলনে কঠোর অবস্থানে সরকার

তিন পরিবর্তন নিয়ে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খালেদা জিয়াকে নিয়ে বিবৃতিতে যা জানাল সরকার 

মাদুরোকে দেশ ছাড়তে ট্রাম্পের দেয়া সময়সীমা শেষ!

সবার দোয়ার কারণে হয়তো এবার আমরা তাকে ফিরে পাবো : ডা. জাহিদ