ভিডিও সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ১০:৪০ রাত

এবার বাংলাদেশে এমন নির্বাচন হবে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে দেবে : রংপুরে নবাগত পুলিশ সুপার

এবার বাংলাদেশে এমন নির্বাচন হবে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে দেবে : রংপুরে নবাগত পুলিশ সুপার

রংপুর প্রতিনিধি : রংপুর জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেছেন, বিগত নির্বাচনগুলো কি হয়েছে তা আমরা সবাই জানি। এবার বাংলাদেশে এমন নির্বচন হবে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে দেবে। আমরা নিশ্চিত থাকে কোন চিন্তা ছাড়া ভয়হীন কোন প্রকার সংখ্যা ছাড়া স্বচ্ছ নির্বাচন হবে।

আমরা ভোটারদের সেই পরিবেশ সৃষ্টি করার কাজ করে যাচ্ছি। তিনি আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আমরা নির্বাচনি ট্রেনে উঠে গেছি। নির্বাচন সংক্রান্ত কোন থ্রেট হলে আমাদের জানাবেন। জনগণ যাতে নিবিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তার জন্য যা যা করার দরকার আমরা তাই করবো। আমাদের কাজ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আইনশৃঙ্খলা ভালো রাখা।

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে ১ হাজার ৪শ’ জন শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ অনেকে জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগ আমাদের কর্মের মাধ্যমে যাতে বিলীন না হয়ে যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, আমাদের জনবলের অভাব রয়েছে। জেলার মানুষ যদি নিরাপত্তার মধ্যে থাকে তা হলে আমরা ভালো থাকবো। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সকলের সাথে মিলেমিশে কাজ করতে চাই। আপনরা আমাদের সহযোগিতা করেন। মাদক ব্যবসায়ীদের চিহৃত করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার বাংলাদেশে এমন নির্বাচন হবে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে দেবে : রংপুরে নবাগত পুলিশ সুপার

খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন নরেন্দ্র মোদি

সিরাজগঞ্জের সলঙ্গায় জেলের জালে শিশুর লাশ

রংপুরের ব্রাকসু নির্বাচনের তফসিল স্থগিত

বগুড়ায় এইডস দিবস পালন

জয়পুরহাটের কালাইয়ে রাতে রাস্তার কাজ করায় এলাকাবাসীর ক্ষোভ