বগুড়ায় এইডস দিবস পালন
‘সব বাধা দুর করি, এইডস মুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (১ ডিসেম্বর) বগুড়ায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলমের নেতৃত্বে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফারজানুল ইসলাম।
পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এক আলোচনা সভা ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক, ডা. নাফিউর রহমান, টিএমএসএস স্বাস্থ্যসেবা কর্মসূচির উপ-পরিচালক ডা. মো. আফজাল হোসেন তরফদার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডা. তারেক মো. রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আসমাউল হুসন প্রমুখ।
মন্তব্য করুন






_medium_1764600765.jpg)

