ভিডিও সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩২ রাত

আমির খানের প্রত্যাবর্তন

মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান।

বিনোদন ডেস্ক ঃ এবার পুরোদমে অভিনয়ে ফিরছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। গত কয়েক বছর প্রযোজনায় বেশি ব্যস্ত সময় পার করেছেন তিনি। চলমান প্রযোজনা প্রকল্পগুলোর কাজ শেষ হলেই ফিরতি যাত্রা শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এই ঘোষণার মধ্যদিয়ে অভিনয়ে আমিরের ফেরা-না ফেরা নিয়ে দোলাচলের অবসান হলো। ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে ‘ফায়ারসাইড চ্যাট’ নামের এক ক্লাসে আমির তার আগামীর ক্যারিয়ার পরিকল্পনা তুলে ধরেন।

সেখানে অভিনেতা বলেন, ‘লাহোর ১৯৪৭’, ‘হ্যাপি প্যাটেল’সহ আরও কয়েকটি সিনেমার প্রযোজনার কাজ আগামী কয়েক মাসের মধ্যে শেষ হবে বলে আশা করছি। তারপর থেকে আমি প্রযোজনা ছেড়ে পুরোপুরি অভিনয়ে ফিরে যাবো। অবসর, অভিনয় থেকে মুখ ফিরিয়ে নেয়ার মতো বিষয়গুলো আমিরের সঙ্গে জড়িয়েছে ২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর। মুক্তির আগেই সিনেমাটি নিয়ে একদল মানুষের বিতর্ক এবং প্রেক্ষাগৃহে আসার পর ব্যবসায়িক ব্যর্থতা আমিরকে প্রচণ্ড হতাশ করে তোলে। মাঝে ‘লাপাত্তা লেডিস’ প্রযোজনা করলেও নতুন কোনো সিনেমায় অভিনয়ের খবর তার মুখ থেকে কেউ শোনেনি।

আমির নিজের ফেরা প্রসঙ্গে বলেন, নতুন একাধিক চিত্রনাট্য আমাকে উচ্ছ্বসিত করছে। স্ক্রিপ্টগুলো আমাকে নড়াচড়া করাচ্ছে। তাই অভিনয়ে ফেরাটা এখনই ঠিক মনে হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমির খানের প্রত্যাবর্তন

এই সময়ে সেই সারিকা

গাইবান্ধায় গোপন কমিটি গঠনের অভিযোগে মাদ্রাসা ঘেরাও

‘সেরাদের সেরা’ টুশি স্বপ্নের পথেই হাঁটছেন

বগুড়ার সান্তাহারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা ঠাকুরগাঁওয়ের দশ গ্রামের মানুষের