ভিডিও সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৮ রাত

গাইবান্ধায় গোপন কমিটি গঠনের অভিযোগে মাদ্রাসা ঘেরাও

গাইবান্ধায় গোপন কমিটি গঠনের অভিযোগে মাদ্রাসা ঘেরাও

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার তরফবাজিত দ্বি-মুখী দাখিল মাদ্রাসায় গোপনে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগে ক্ষিপ্ত এলাকাবাসী, অভিভাবক ও ছাত্র-শিক্ষকরা মাদ্রাসা ঘেরাও করে রাখে। গত রোববার মাদ্রাসার অফিস কক্ষের সামনে অবস্থান নিয়ে দুই ঘণ্টাব্যাপী মাদ্রাসা ঘিরে রাখে তারা।

জানা যায়, মাদ্রাসা সুপার ফারায়েজ হোসেন গোপনে সব নিয়মনীতি উপেক্ষা করে ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। অভিভাবকদের অভিযোগ, সর্ম্পূন পরিকল্পিতভাবে মনগড়া ভোটার তালিকা তৈরি করে শ্রেণিকক্ষে কমিটি গঠনের কোন প্রকার নোটিশ না দিয়ে এমনকি মাদ্রাসার নোটিশ বোর্ডেও বিজ্ঞপ্তি না দিয়ে গোপনে কমিটি গঠনের জন্য সব আয়োজন সম্পন্ন করা হয়। এ ঘটনা জানাজানি হলে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিয়য়ে মাদ্রাসার এবতেদায়ী গভর্নিং বডির শিক্ষক রানা মিয়া ও জমি দাতা সদস্য রেজাউল করিম রেজা বলেন, মাদ্রাসার সুপার কাউকে না জানিয়ে মনগড়া কমিটি গঠনের পাঁয়তারা করছেন। দাতা সদস্য, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবকরা এ ব্যাপারে কিছু জানেন না। তারা জেলা শিক্ষা অফিসারের কাছে  লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে মাদ্রাসা সুপার ফারায়েজ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই সময়ে সেই সারিকা

গাইবান্ধায় গোপন কমিটি গঠনের অভিযোগে মাদ্রাসা ঘেরাও

‘সেরাদের সেরা’ টুশি স্বপ্নের পথেই হাঁটছেন

বগুড়ার সান্তাহারে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই ভরসা ঠাকুরগাঁওয়ের দশ গ্রামের মানুষের

তৃতীয় বিয়ের করায় স্বামীকে শিকলে বেঁধে রাখলেন স্ত্রী