- রফিকুল ইসলাম খাঁন
বাংলাদেশে আওয়ামী স্টাইলে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশে আওয়ামী স্টাইলে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না। দেশের নেতৃত্ব ঠিক করবে এ দেশের জনগণ। আর সে গুরুদায়িত্ব পালনের জন্য আগামী নির্বাচনের দিকে উন্মুখ হয়ে আছে দেশবাসী।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন। তিনি বলেন, এই প্রিয় মাতৃভূমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের শাসন কায়েম করতে চায়। স্বাধীনতার পর বাংলাদেশকে তিনটি দল শাসন করেছে। এর মধ্যে একটি দল দেশ ছেড়ে পালিয়েছে, আরেকটি দল ৯ বছর ভোট ছাড়া ক্ষমতায় থেকেছে, আর তৃতীয় দলটি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি দলের অর্ন্তকলহ, দলীয় সংঘর্ষ, চাঁদাবাজি-দখলবাজির কারণে নিজেদের দলের দুইশ’ নেতাকর্মী নিহত হয়েছে। যে দলের হাতে নিজেদের কর্মীরা নিরাপদ নয়, তাদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদ থাকবে না। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন, কোনো দলের নয়, উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র দেশকে দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসী মুক্ত করতে জুলাই গণঅভ্যুত্থানে প্রায় ২ হাজার মানুষ প্রাণ দিয়েছেন। জামায়াত ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানে সেই আকাঙ্খা পূরণে কাজ করবে। নারীরা সর্বোচ্চ মর্যাদা পাবেÑসুশৃঙ্খল পরিবেশে দেশের যেকোনো স্থানে কাজ করতে পারবে। দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ে নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
কর্মী সম্মেলনে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানী। উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমির অধ্যাপক আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। আরও অংশ নেন গাবতলী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলার নায়েবে আমির আলহাজ আব্দুস সালাম, আলহাজ আব্দুল লতিফ প্রামানিক, গাবতলী উপজেলার নায়েবে আমির অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, উপজেলার সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1764260375.jpg)
_medium_1764259963.jpg)
_medium_1764259668.jpg)
_medium_1764258626.jpg)

_medium_1764257537.jpg)
_medium_1764258387.jpg)
_medium_1764257966.jpg)