ভিডিও বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৫, ০২:২২ রাত

গৌরীপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

ময়মনসিংহ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বুধবার (২৬ নভেম্বর) রাতে মশাল মিছিল ও সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। এ সময় হিরণসহ বহিষ্কৃত ২৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারী সমাবেশে হামলার বিচার দাবি করা হয়।

পাটবাজার এলাকা থেকে বের হওয়া মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে শেষ হয়। নেতৃত্ব দেন পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম ভূঁইয়া এনাম। উপজেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।

সমাবেশে আরিফুল ইসলাম এনাম অভিযোগ করেন, মনোনীত বিএনপি প্রার্থীর আগমনের দিন নারী সমাবেশে হামলা হয়েছে এবং হিরণকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
আব্দুল মান্নান তালুকদার বলেন, দলের হাইকমান্ড ত্যাগী নেতাদের মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং গোপন টিম গৌরীপুরের পরিস্থিতি যাচাই করছে।

এ বিষয়ে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের মতামত জানতে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। মনোনয়নবঞ্চিত হিরণ বলেন, তার অনুসারীরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছেন। তিনি আশা প্রকাশ করেন, দল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে চূড়ান্ত প্রার্থী করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরীপুরে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে তিন মামলার রায় আজ

আড়াল থেকে দলের পরিবেশ নষ্ট করার অভিযোগ বাটলারের

বিপিএলের আসর মাতাতে আসছেন সাইম আইয়ুব

গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করল ঢাবি