ভিডিও শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৫, ১২:১৭ দুপুর

পার্থ টেস্ট

টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়ল অ্যাশেজ

টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়ল অ্যাশেজ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজের প্রথম টেস্টেই রেকর্ডের ছড়াছড়ি। এবার নতুন এক রেকর্ডে নাম লেখাল অ্যাশেজ। টেস্টের ১৪৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনো টেস্টের প্রথম তিন ইনিংসেই রানের খাতা খোলার আগেই উইকেট হারাল দুদল! যা টেস্টে এর আগে কখনো দেখা মেলেনি।

শুরুটা করেছিলেন ইংল্যান্ডের জ্যাক ক্রুলি। পার্থে শুক্রবার অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের প্রথম ওভারেই মিচেল স্টার্কের বলে স্লিপে ক্যাচ দেন ক্রলি। তখনও কোনো রান হয়নি ইংল্যান্ডের স্কোরকার্ডে। পরে স্টার্কের আগুনে পুড়ে ১৭৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলে ইনিংসের দ্বিতীয় বলে ওয়েদারাল্ডকে এলবিডব্লিউ করেন জফ্রা আর্চার। আম্পায়ার শুরুতে আউট না দিলে রিভিউ নিয়ে সফল হয় ইংল্যান্ড। তখন অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডেও ছিল না কোনো রান।

সেই ধারাবাহিকতায় শনিবার ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও প্রথম ওভারে স্টার্কের শিকার হন ক্রলি। এবার দুর্দান্ত ফিরতি ক্যাচে ইংলিশ ওপেনারের বিদায়ঘণ্টা বাজান অভিজ্ঞ পেসার। আগের দুই ইনিংসের মতো এবারও ইংল্যান্ডের স্কোরকার্ড ছিল শূন্য।

এদিকে টানা দুই ইনিংসে শূন্য রানে ফিরে ক্রলি ফিরিয়েছেন ২৭ বছর আগের স্মৃতি। অ্যাশেজ সিরিজে ইংলিশ ওপেনারদের মধ্যে দুই ইনিংসেই শূন্য রানে আউট হওয়া অর্থাৎ ‘পেয়ার’ পাওয়া চতুর্থ ক্রিকেটার ২৭ বছর বয়সী এই ব্যাটার। সবশেষ নামটি ছিল মাইকেল অ্যাথারটন (১৯৯৮)। বাকি দুজন ট্রেভর বেইলি (১৯৫৯) ও ডেনিস অ্যামিস (১৯৭৫)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়ল অ্যাশেজ

জামায়াত সরকার গঠন করলে বিষ খাবেন ফজলুর রহমান

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

নরসিংদীতে ভূমিকম্পে নিহত বাবা-ছেলের জানাজা-দাফন সম্পন্ন

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে প্রস্তুত ইসি

সাদমানের পর শান্ত আউট, বড় লিড নিচ্ছে বাংলাদেশ