ভিডিও শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ১০:০৮ রাত

বগুড়ার দুপচাঁচিয়ায় আলু ও সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ

বগুড়ার দুপচাঁচিয়ায় আলু ও সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় চলতি রবি মৌসুমে আলু ও সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, চলতি রবি মৌসুমে উপজেলার ২ টি পৌরসভাসহ ৬ টি ইউনিয়নে মোট ৫ হাজার হেক্টর জমিতে আলু ও ৩ হাজার ৭ শত হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়াও চলতি মৌসুমে শাক সবজি (টমেটো, মরিচ, বেগুন, পাতা কপি, ফুল কপি) ২শত ৪০ হেক্টর, পিঁয়াজ ২৫ হেক্টর, রসুন ১০ হেক্টর, ভুট্টা ৩ হেক্টর, গম ১০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে আমন ধান পেঁকেও গেছে। কৃষকরা আমন ধান কাটা-মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। ধান কাটার পরপরই উক্ত রসালো জমিতে আলু ও সরিষা চাষের ব্যাপক প্রস্তুতি নিয়েও রেখেছে।

ইতিমধ্যেই অনেকেই আগাম আমন ধান কেটে জমিতে আলু চাষও করেছে। এই সময় সারের চাহিদা বেড়ে যাওয়ায় কৃষি অফিস থেকে পর্যাপ্ত পরিমাণের সার সরবরাহের উদ্যোগ নিয়েছে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ সাইফুল আবেদীন, এবার পিঁয়াজের দাম বেশি হওয়ায় কৃষকরা আগে থেকেই আলু ও সরিষার পাশাপাশি পিঁয়াজের চাষ করার প্রস্তুতি নিয়েছে। সারের কোন সংকটের আশংকা নেই উল্লেখ করে তিনি বলেন, গত বারের তুলনায় এবার রবি শস্যের আরও বেশি চাষাবাদ হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় আলু ও সরিষা চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ

ভূমিকম্পে নিহত ১১ ,আহত পাঁচ শতাধিক

রাজশাহীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আড়াল ভেঙে ‌‘সুসংবাদ’ দিলেন মোনালি

উইকেট নেওয়া প্রতিটা খেলোয়াড়ের স্বপ্ন: তাইজুল

বগুড়ায় মহান সশস্ত্র বাহিনী দিবস পালন