ভিডিও শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৫, ০৯:২০ রাত

নরসিংদীতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫

নরসিংদীতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫

ভূমিকম্পের প্রভাবে নরসিংদীতে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাাঁড়িয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভূমিকম্প সৃষ্ট ক্ষয়ক্ষতি ও দূর্যোগ সংশ্লিষ্ট তথ্যের জন্য জেলা প্রশাসন থেকে কন্ট্রোল রুম খুলে সার্বিক পরিস্থিতি নিয়ে খোঁজ খবর রাখা হচ্ছে। 

নরসিংদীতে সবশেষ নিহতরা হলেন- দেলোয়ার হোসেন(৩৭) ও তার ছেকে ওমর(১০)।  দুজনই ঢাকা মেডিকেলে নেওয়ার পর মারা যায়। এছাড়া পলাশ উপজেলায় মালিতা গ্রামের কাজম আলী ভূইয়া (৭০) ঘরের মাটির দেয়াল ধসে মারা যায়। নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা (পূর্বপাড়া) গ্রামের ফোরকান ( ৪০)  ভূমিকম্পের ফলে গাছ থেকে পড়ে যান এবং তাৎক্ষণিক নরসিংদী জেলা হসপিটালে নিলে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। 

এছাড়া পলাশের উপজেকার ডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত নাসির উদ্দিন ওই গ্রামের প্রয়াত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫

নওগাঁর আত্রাইয়ে রাতের আঁধারে অন্যের জমিতে বেড়া 

৩৬৭ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করল বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য ও টাকাসহ মাদক কারবারি গ্রেফতার

পাবনার সাঁথিয়ায় জেলেকে মারপিট

নরসিংদীতে ভূমিকম্পে আহত ছেলের পর চিকিৎসাধীন বাবার মৃত্যু