ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫, ০৯:৩০ রাত

বগুড়ার গাবতলীতে ধারালো অস্ত্রের আঘাতে আহত স্কুলশিক্ষার্থী স্বাধীনের মৃত্যু

বগুড়ার গাবতলীতে ধারালো অস্ত্রের আঘাতে আহত স্কুলশিক্ষার্থী স্বাধীনের মৃত্যু। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ার গাবতলীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত স্কুলশিক্ষার্থী স্বাধীন ইসলাম (১৭) ঘটনার ৯ দিন পর মারা গেছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। স্বাধীন স্থানীয় রামচন্দ্রপুর হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। এর আগে একই ঘটনায় গত ৯ নভেম্বর রাতে স্বাধীনের প্রতিপক্ষ তরিকুল ইসলাম ভুট্টো (৫০) নিহত হন।

স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, গাবতলী দুর্গাহাটার কীর্তনীয়া গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে স্বাধীনদের সঙ্গে কাঠমিস্ত্রী জহুরুল ও খায়রুলদের বিরোধ বাঁধে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা চলছিল। ওই বিরোধের জেরে স্বাধীন ও তার সহযোগীরা খায়রুল ও তার দুই ভাইকে কুপিয়ে আহত করে।

এরই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর প্রথমে খায়রুল ও তার সহযোগীরা স্বাধীনকে কুপিয়ে আহত করে। পরে সন্ধ্যায় দুর্গাহাটার রামচন্দ্রপুর বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফেরার পথে কীর্তনীয়া বাজারে স্বাধীনের অনুসারীরা খায়রুলদের মামাতো ভাই ভুট্টোকে একা পেয়ে কুপিয়ে হত্যা করে।

ওই মামলায় অভিযুক্ত হয়ে নিহত স্বাধীনের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। নিহত স্বাধীনের পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দুইজন নিহত হয়েছেন।বগুড়ার গাবতলী মডেল থানার অফিসার ইনচাজর্ (ওসি) সেরাজুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল বুধবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাধীনের মরদেহ দাফনের পর এ বিষয়ে মামলা করবেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার গাবতলীতে ধারালো অস্ত্রের আঘাতে আহত স্কুলশিক্ষার্থী স্বাধীনের মৃত্যু

বগুড়ার সোনাতলায় জমির ফসল উপড়ে ফেলার অভিযোগ

একদিন কমে পরদিনই দ্বিগুণ বাড়ল স্বর্ণের দাম

দিনাজপুরের হিলিতে ঘুরে বেড়ানো হনুমানটির স্থান হলো রংপুর চিড়িয়াখানায়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ

দিনে কয়টি ডিম খাওয়া উচিত?