ভিডিও বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৫, ০৮:৫৬ রাত

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির শতাধিক ঘর

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির শতাধিক ঘর

গাজীপুরে আবাসিক কলোনিতে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে টিনশেড শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বুধবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় রুমেল পাঠান নামে এক ব্যক্তির আবাসিক কলোনিতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেল ৫টায় ওই কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুনের নেভানোর চেষ্টা করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বাড়ির মালিক রুমেল পাঠান বলেন, টিনসেডের একটি কলোনির শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। কোনো ঘরের জিনিসপত্র বের করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তিনি।

 

জানা গেছে, ওইসব কক্ষে থাকা ভাড়াটিয়াদের টাকা-পয়সা, আসবাবপত্র কিছুই বের করা সম্ভব হয়নি। সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অনেকেই পুরো মাসের চাল-ডালসহ টাকা-পয়সা সব পুড়ে ছাই হয়ে গেছে।

কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের আর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে আগুনে পুড়ল কলোনির শতাধিক ঘর

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বগুড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের মানববন্ধন | Daily Karatoa

বগুড়ায় গারলের মাংস খেতে ভোজনরসিকদের ভিড় | Daily Karatoa

৯৯ রানে অপরাজিত মুশফিক, সেঞ্চুরির অপেক্ষায় ভক্তরা | Mushfiqur Rahim

নরেন্দ্র মোদির মায়ের চরিত্রে রাভিনা

খালি পায়ে হাঁটতে ঢাকার যে পার্কে ছুটছেন নগরবাসী | Barefoot Trail | Daily Karatoa