রংপুরের তারাগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে নিখোঁজের ৮ ঘন্টা পর নাইম হোসেন(২২) নামের এক যুবকের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা। গতকাল সোমবার রাত সাড়ে ৯টায় মাঝেরহাট পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাইম উপজেলার ইকরচালি ইউনিয়নের মাঝেরহাট গ্রামের ছকমল হোসেনের ছেলে।
তার স্বজনেরা জানান, গতকাল সোমবার দুপুরে গোসল করার জন্য নাইম হোসেন বাড়ি থেকে বের হয়। দুপুরে গোসল করে বাড়িতে না ফেয়ায় তার পরিবারের লোকজন গ্রামে নাইমের খোঁজ করতে থাকেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তার কোন সন্ধান পায়নি। পরে এলাকার লোকজন মাঝেরহাট পুকুরে ডুবে নাইমের কোন খোঁজ না পেয়ে তারাগঞ্জ থানায় জানান।
আরও পড়ুনখবর পেয়ে তারাগঞ্জ থানার পুলিশ তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিটকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট পুকুরে ৪ ঘন্টার চেষ্টায় রাত ৯টায় পুকুর থেকে মৃত নাইমকে উদ্ধার করে। নাইমের চাচাত ভাই রফিক জানায়, নাইম শারীরিকভাবে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিল। তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক হোসেন জানান, যবুকের মরদেহ অনেক চেষ্টার পর পুকুর থেকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
মন্তব্য করুন


_medium_1763474119.jpg)

_medium_1763471880.jpg)


