বগুড়ার ধুনটে গ্রাম পুলিশের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় আতিকুর রহমান নামে গ্রাম পুলিশের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বাদি হয়ে গ্রাম পুলিশের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আতিকুর রহমান উপজেলার হেউটনগর গ্রামের আবুল কালামের ছেলে।
সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে গ্রাম পুলিশের দায়িত্ব পালন করছে। ওই গ্রাম পুলিশের নির্যাতনের শিকার ওই গৃহবধূর নাম রেশমা খাতুন। সে হেউটনগর গ্রামের শামীম রহমানের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, শামীম রহমানের সঙ্গে গ্রাম পুলিশ আতিকুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ অবস্থায় সোমবার সকাল ১০টায় আতিকুর রহমান আদালতের একটি নোটিশ জারি করা জন্য শামীম রহমানের বাড়ি যায়।
এ সময় শামীম রহমানকে বাড়ি না পেয়ে তার ঘরের দরজায় নোটিশ টাঙ্গানোকে কেন্দ্র করে শামীমের পরিবারের লোকজনের সঙ্গে আতিকুরের কথা কাটাকাটি হয়। এ ঘটনা নিয়ে ধাক্কাধাক্কি এক পর্যায়ে আতিকুর রহমানের নির্যাতনে রেশমা খাতুন আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন।
আরও পড়ুনএ বিষয়ে গ্রাম পুলিশ আতিকুর রহমান বলেন, আদালতের নোটিশ জারি করতে গেলে শামীমের পরিবারের লোকজন আমাকে মারধর করে। এ ঘটনা তাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তারা অভিযোগটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।
শামীম রহমান বলেন, গ্রাম পুলিশের সাথে পূর্ব থেকে বিরোধ ছিল। যার কারণে সে সই দিতে বললে আমার বাবা নোটিশের বিষয়টি জানতে চায়। কিন্তু সে নোটিশের বিষয় না জানিয়ে অসৎ আচারণ করে এবং আমার বাবাকে মারধরের চেষ্টা চালায়। আমার স্ত্রী এগিয়ে গেলে তার সাথে তর্ক করে এক পর্যায়ে মারধর করে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


_medium_1763474119.jpg)

_medium_1763471880.jpg)


