মুশফিকের শততম টেস্ট বিনা টিকিটে দেখতে পারবেন শিক্ষার্থী ও শিক্ষকরা
স্পোর্টস ডেস্কঃ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বাংলাদেশ–আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টটি বিশেষ হয়ে উঠেছে মুশফিকুর রহিমের শততম টেস্ট হওয়ায়। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা পরিচয়পত্র দেখিয়ে বিনা টিকিটে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন।
বিসিবির নির্দেশনা অনুযায়ী, প্রবেশ করতে হলে ৫ নম্বর গেট ব্যবহার করতে হবে। তবে মাঠে প্রবেশের সময় বাইরে থেকে কোনো খাবার, পানির বোতল বা নিষিদ্ধ জিনিস সঙ্গে নিয়ে আসা যাবে না।
আরও পড়ুনবাংলাদেশ দল সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয় পেয়েছে। আগামীকাল শুরু হতে যাওয়া ম্যাচটি প্রতিদিন সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1763475280.jpg)

_medium_1763472946.jpg)




