সড়ক দুর্ঘটনায় এক পরিবারেরই ১৮ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪৫ ভারতীয় নিহত হয়েছেন। তারা দেশটিতে ওমরাহ করতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে হায়দ্রাবাদের একই পরিবারের ১৮ জন রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এর মধ্যে ৯ জন শিশুও রয়েছে।
দুর্ঘটনার সময় বাসটি মক্কা থেকে মদিনার পথে চলছিল। স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে মুহরাস বা মুফরিহাত এলাকায় দুর্ঘটনা ঘটে। বাসটি আগুনে পুরোপুরি পুড়ে গেলে যাত্রীদের অনেকেই ঘুমের মধ্যে ছিল।
পরিবারের সদস্য মোহাম্মদ আসিফ জানান, তার শ্যালিকা, ভগ্নিপতি, তাদের সন্তানরা ও অন্যান্য আত্মীয়রা আট দিন আগে উমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। শনিবার দেশে ফেরার কথা ছিল। কিন্তু মধ্যরাতে মদিনা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তাদের যাত্রীবাহী বাসটির একটি ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে হয়। ঘুমিয়ে থাকা অধিকাংশ যাত্রী দ্রুত বের হতে পারেনি, বাসটি আগুনে পুড়ে যায়।
আরও পড়ুনভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, নিহতদের পরিবারের প্রতি তাঁর সমবেদনা রইল এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। রিয়াদে ভারতীয় দূতাবাস ও জেদ্দায় কনস্যুলেট ইতিমধ্যেই সহায়তা কার্যক্রম শুরু করেছে বলে তিনি জানান।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক

_medium_1763385602.jpg)




_medium_1763406383.jpg)

