ভিডিও সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৫, ১১:১১ রাত

গাইবান্ধার মৎস্য অভয়াশ্রমগুলোর তদারকি ও রক্ষণাবেক্ষণ নেই

গাইবান্ধার মৎস্য অভয়াশ্রমগুলোর তদারকি ও রক্ষণাবেক্ষণ নেই

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার মৎস্য অভয়াশ্রমগুলোর তদারকি ও রক্ষণাবেক্ষণ নেই, জেলার ৬ উপজেলায় ৯টি মৎস্য অভয়াশ্রম প্রয়োজনীয় রক্ষনাবেক্ষণ, তদারকী ও পরিচর্যার অভাবে ভেস্তে যেতে বসেছে। অভয়াশ্রমগুলোতে, রক্ষণাবেক্ষণের দায়সারা কর্মকান্ড, শুন্যলোকবল বিরাজ করায় সেগুলো এখন বিরানভূমিতে পরিণত হয়েছে। বেশিরভাগ অভয়াশ্রমের এলাকা চিহ্নিতকরণের লাল পতাকা নেই, নামকরণের সাঈনবোর্ডগুলো রঙ মুছে সাদা হয়ে গেছে। অভয়াশ্রমগুলোতে অবাধে মাছ ধরতে দেখা গেছে প্রকল্প বহির্ভূত লোকজনকে।

জেলা মৎস্য সম্পদ বিভাগের সূত্রে, গাইবান্ধা জেলার ৬ উপজেলায় মোট ৯টি মৎস্য অভয়াশ্রম স্থাপন করা হয়, হিসেব অনুযায়ী গাইবান্ধা সদরের বাদিয়াখালীর ভাংগামোর রিফাইতপুর অভয়া শ্রম, ভেড়াামারা ব্রিজ সংলগ্ন অভয়াশ্রম-০১ ও ভেরামারা ব্রিজ সংলগ্ন অভয়াশ্রম-০২, পলাশবাড়ীতে চেরেঙ্গা মৎস্য অভয়াশ্রম, গোবিন্দগঞ্জে, শ্যামপুর পার্বতীপুর মৎস্য অভয়াশ্রম, সাঘাটায় উল্যা সোনাতলা মৎস্য অভয়াশ্রম, জুমারবাড়ী মৎস্য অভয়াশ্রম, সাদুল্যাপুরে হাজীর ছড়া মৎস্য অভয়াশ্রম, সুন্দরগঞ্জে ধর মানুষের ছাড়া মৎস্য অভয়াশ্রম।

মৎস্য অভয়াশ্রমগুলো গাইবান্ধা সদরের খোলাহাটি ইউপির কিসামত বালুয়ার মরাঘাগট নদী, বাদিয়াথালী ইউপির ভাংগামোর রিফাইতপুরের অলাইনদী, পলাশবাড়ী হোসেনপুর ইউপির করতোয়া নদীর সংলগ্ন চেরেঙ্গা গ্রাম, গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউপিরশ্যামপুর পার্বতীপুর কাটাখালিনদী সংলগ্ন সাঘাটায় বুরুঙ্গী উল্যাসোনাতলা কচুয়া, মরাবাঙ্গালী নদীর কোল দহিচরা, জুমারবাড়ী, সাদুল্যাপুরের দামোদরপুর ভাঙ্গামোরও বামনজল তারাপুর সুন্দরগঞ্জ।

আরও পড়ুন

মৎস্য বিভাগ জানায়, ৯ টি মৎস্য অভয়াশ্রমে মোট ৯৫৫ জন সুফলভোগী রয়েছে। বিগত ২০১১ হতে জেলার উল্লেখিত মরা নদী, বিল, জলাশয়গুলোর প্রায় ৪১ হেক্টর জলাভূমিতে মৎস্য অভয়াশ্রমগুলো স্থাপন করা হলেও সেগুলো মৎস্য সম্পদের রক্ষণাবেক্ষণে কোন কাজে আসেনি। প্রতিবছর লাখ লাখ টাকা খরচ করে সেখানে মৎস্য রক্ষণাবেক্ষণের পরিবেশ তৈরি করা হয় যেন দেশীয় উৎকৃষ্ট প্রেটিনজাত ও নদীতে প্রতিপালিত মাছের বংশবৃদ্ধির পরিবেশ সংরক্ষণ করা যায়।

কিন্তু এই মৎস্য রক্ষণাবেক্ষণ অভয়াশ্রমগুলোতে প্রতিবছর লাখ লাখ টাকা খরচ করে হাজার হাজার বাঁশ, গাছের ডালপালা নিক্ষেপ করে, অভয়াশ্রম সাইনবোর্ড লাগিয়ে, লাল পতাকা গেড়ে ডিম পাড়ার মৌসুমে মাতৃ মাছদের নিরাপদ করা সম্ভব হয়নি। ফলে সুস্বাদু উচ্চপুষ্টি সম্পন্ন খাল-বিল, হাওড়-বাওড় ও মরানদীতে স্থাপিত গাইবান্ধা জেলার মৎস্য অভয়াশ্রম প্রকল্পগুলো ঝুলে পড়া প্রদর্শনী হিসেবে শোভা পাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার মৎস্য অভয়াশ্রমগুলোর তদারকি ও রক্ষণাবেক্ষণ নেই

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক মামলায় ৪ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

 মোবাইল ও ল্যাপটপ কমাচ্ছে পুরুষের শুক্রাণুর সংখ্যা

পাবনার সুজানগরে শীতের শুরুতেই অতিথি পাখি নিধন

বগুড়ার ধুনটে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তোলার অভিযোগে তদন্ত, বেতন স্থগিত

মিষ্টি বিতরণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত