ভিডিও সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৫, ০৯:৫১ রাত

যা বললেন আবু সাঈদের বাবা

শেখ হাসিনার ফাঁসির রায়ে শহিদ আবু সাঈদের পরিবারের সন্তোষ প্রকাশ, মিষ্টি বিতরণ

শেখ হাসিনার ফাঁসির রায়ে শহিদ আবু সাঈদের পরিবারের সন্তোষ প্রকাশ, মিষ্টি বিতরণ। ছবি : দৈনিক করতোয়া

রংপুর জেলা ও পীরগঞ্জ প্রতিনিধি : ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হওয়ায় সন্তোষ প্রকাশ করে শহিদ আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে নিজ গ্রামে মিষ্টি বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে রংপুরের পীরগঞ্জের বাবনপুর এলাকায় শহিদ আবু সাঈদের বাড়িতে মিষ্টি বিতরণ করা হয়। এছাড়াও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

আন্তজার্তিক ট্রাইব্যুনালে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের রায় ঘোষণার খবরে সকাল থেকেই শহিদ আবু সাঈদের বাড়িতে উৎসুক জনতার ভিড় ছিলো। রায় ঘোষণা হলে সারাদেশের মতো রংপুরেও আনন্দ মিছিলসহ মিষ্টি বিতরণ করা হয়। শহিদ আবু সাঈদের ভাই রমজান আলী ও আবু হোসেন এলাকাবাসী ও পূর্ব থেকেই উপস্থিত লোকজনের মাঝে মিষ্টি বিতরণ করেন।

রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শহিদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী তার পরিবারের পক্ষ থেকে সন্তুষ্টির কথা জানান। আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, শুধু রায় ঘোষণা করেই যেন শেষ না হয়। দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি। আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, ছেলেকে হারিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা কোনোদিন পূরণ হবার নয়। আমার মতো আর যেন কোনো মায়ের বুক এভাবে খালি না হয়, সেজন্য দ্রুত রায়ের কার্যকর করতে হবে।

আরও পড়ুন

আন্তজার্তিক ট্রাইব্যুনালে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। এছাড়াও শেখ হাসিনাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবিতে জাতীয় ছাত্রশক্তি রংপুর নগরীতে বাইক শোডাউন করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ফাঁসির রায়ে শহিদ আবু সাঈদের পরিবারের সন্তোষ প্রকাশ, মিষ্টি বিতরণ

ক্ষমতা যতই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয় : প্রধান উপদেষ্টা

বগুড়ায় গান পাউডার ও পটকাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে খামার মালিককে বেঁধে রেখে গরু ছিনতাই গ্রেফতার ৩

অ্যাটকোর মহাসচিব হলেন ইটিভি চেয়ারম্যন আব্দুস সালাম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস বিভাগের উদ্যোগে ডকুমেন্টারি ফটোগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত