ভিডিও সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৫, ০৯:২৫ রাত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস বিভাগের উদ্যোগে ডকুমেন্টারি ফটোগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে “প্র্যাকটিস অ্যান্ড অ্যাপ্লিকেশন অব ডকুমেন্টারি ফটোগ্রাফি‘‘ শীর্ষক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট হল রুমে আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন দেশের অন্যতম শীর্ষ ডকুমেন্টারি ফটোগ্রাফার দীন মোহাম্মদ শিবলী।

দীন মোহাম্মদ শিবলী বাংলাদেশের সমকালীন ডকুমেন্টারি ফটোগ্রাফির অগ্রগামী ব্যক্তি হিসেবে সুপরিচিত। তিনি ছায়া ইনস্টিটিউট অব কমিউনিকেশন অ্যান্ড ফটোগ্রাফির প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, পাশাপাশি ফটোগ্রাফি বিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিন ‘আলো‘র সম্পাদক।

আন্তর্জাতিক অঙ্গনে তাঁর ফটোগ্রাফি প্রকল্পগুলো বিশেষ প্রশংসা কুড়িয়েছে। জলবায়ু পরিবর্তন, উপকূলীয় সংকট, নারীর জীবনযাপন, শহর–বাস্তবতা, প্রান্তিক মানুষের মানবাধিকারসহ নানা বৈচিত্র্যময় সামাজিক ইস্যুতে তাঁর ন্যারেটিভভিত্তিক কাজগুলো আধুনিক ডকুমেন্টারি চর্চায় গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়।

কর্মশালায় দীন মোহাম্মদ শিবলী ডকুমেন্টারি ফটোগ্রাফির মূল ধারণা, ইতিহাস ও বিবর্তন, ভিজ্যুয়াল ন্যারেটিভ নির্মাণ, গবেষণাভিত্তিক কাজের পদ্ধতি, প্রকল্প পরিকল্পনা, নৈতিকতা এবং দীর্ঘমেয়াদি ভিজ্যুয়াল স্টোরিটেলিং–এর সুনির্দিষ্ট কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

জনাব শিবলী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “একটি ভালো ছবি কেবল মুহূর্ত ধারণ করে না; এটি মানুষের অভিজ্ঞতা, ইতিহাস ও বাস্তবতার গভীর গল্প বলে। একজন ডকুমেন্টারি ফটোগ্রাফারকে তাই গবেষণা, পর্যবেক্ষণ ও সংবেদনশীল মন সাথে নিয়ে কাজ করতে হয়।‘‘

আরও পড়ুন

সমাপনী বক্তব্যে জেসিএমএস বিভাগের কোঅর্ডিনেটর মো. শাতিল সিরাজ বলেন, “ডকুমেন্টারি ফটোগ্রাফি সমাজকে নতুনভাবে বোঝা ও গল্প নির্মাণের এক শক্তিশালী মাধ্যম। শিক্ষার্থীদের গবেষণাধর্মী দৃষ্টিভঙ্গি ও পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ‘‘

কর্মশালায় জেসিএমএস বিভাগের বিভিন্ন সেমিস্টারের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা শিবলীর কাজের অভিজ্ঞতা, প্রকল্প তৈরির বাস্তব চ্যালেঞ্জ, মাঠপর্যায়ের কাজের নৈতিক দিক এবং আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে জানতে পারে। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা, আগ্রহের বিষয় ও বাস্তবধর্মী কাজের প্রস্তুতি নিয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেসিএমএস বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার আরইএম গোলাম রাব্বানী; জেসিএমএস বিভাগের শিক্ষক মো. সাজ্জাদ হোসেন, তন্দ্রা মণ্ডল, আয়শা সিদ্দিকা, সাঈদ ইবরাহীম রিফাত, ফাতেমা-তুজ-জোহরা ও মোহা. মুস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেসিএমএস বিভাগের শিক্ষক মুহাম্মদ রাকিব হোসাইন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের কর্মশালা ডকুমেন্টারি ফটোগ্রাফির প্রতি তাদের বিশেষ আগ্রহ, আত্মবিশ্বাস ও দৃষ্টিকোণ তৈরি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেসিএমএস বিভাগের উদ্যোগে ডকুমেন্টারি ফটোগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মামুন গ্রেফতার

অভিনেত্রী শাওনকে ‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা, দ্রুত গ্রেফতার দাবি

স্ট্রোকের আধুনিক চিকিৎসায় আইভি থ্রোম্বেক্টমি

নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে হবে: সারজিস

বিচারকের ছেলে খুন : আসামি পক্ষে লড়বেন না রাজশাহীর কোনো আইনজীবী