ভিডিও সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৫, ০৫:০৫ বিকাল

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ   তিন ম্যাচের সিরিজে পাকিস্তানের কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছে শ্রীলঙ্কা। শেষ ওয়ানডেতে লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে তাদের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক পাকিস্তান। ২১২ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে ৪৪.৫ ওভারেই তাড়া করেছে স্বাগতিক দল। 

বল হাতে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে ২১১ রানে আটকে রাখার পর ফখর জামানের ফিফটি (৫৫) ও মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৬১ রানের ইনিংস জয় পাইয়ে দিয়েছে স্বাগতিকদের। হুসেইন তালাতও রিজওয়ানের সঙ্গে ৪২ রানে অপরাজিত ছিলেন। রিজওয়ান-তালাত অবিচ্ছিন্ন ছিলেন ১০০ রানে। 

রান তাড়ার শুরুটা ভালো ছিল না পাকিস্তানের। ব্যক্তিগত শূন্য রানে ফেরেন ওপেনার হাসিবুল্লাহ খান। তার পর বাবর-ফখর মিলে যোগ করেন ৭৪ রান। দলের ৮২ রানে সাজঘরে ফেরেন ফখর। তার আগে ৪৫ বলে ৮ চারে উপহার দেন ৫৫ রানের আলো ঝলমলে ইনিংস। 

তার পর অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। দুর্দান্ত স্পেলে জেফরি ভ্যান্ডারসে দ্রুত সময়ে তুলে নেন বাবর আজম (৩৪) ও সালমান আগার (৬) উইকেট। তাতে নড়বড়ে পরিস্থিতির জন্ম নেয়। পাকিস্তান ১১৫ রানে হারায় চতুর্থ উইকেট। সেখান থেকেই পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখেন রিজওয়ান ও তালাত। ১৯তম ওয়ানডে ফিফটি তুলে নেন রিজওয়ান। 

আরও পড়ুন

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আবারও ভালো শুরুর সুযোগ নষ্ট করে শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা  (২৪) ও কামিল মিশারা (২৯) দ্রুতগতির সূচনায় ওপেনিংয়ে যোগ করেন ৫৫ রান। এক পর্যায়ে স্কোর ছিল ২৪.১ ওভারে ৩ উইকেটে ১১২। সেখান থেকে ধস নামলে ৪৫.২ ওভারে ২১১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। টপের সাত ব্যাটারের ছয়জনই আউট হয়েছেন সেট হয়ে। সর্বোচ্চ ৪৮ রান করেছেন সাদিরা সামারাবিক্রমা। 

 

শেষ দিকে পাভান রথনায়েকে ৩২ রান করে লড়াই করার চেষ্টা করলেও সঙ্গী না পেয়ে ৪৬তম ওভারে রান আউট হন তিনি। তাতেই শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।

বল হাতে ৪৭ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ম্যাচসেরাও তিনি। দুটি করে নেন হারিস রউফ ও ফয়সাল আকরাম। একটি করে নিয়েছেন শাহীন আফ্রিদি ও ফাহিম আশরাফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে পুলিশের গাড়ি আ/ট/কানোর চেষ্টা শিক্ষার্থীদের

‘হাজারবার ভাঙলেও তোরা ৩২ নম্বরের ইতিহাস মুছে ফেলতে পারবি না’

ইসলামিক গেমসে উশুতে ব্রোঞ্জ জয় বাংলাদেশের

সুদানে পালানোর সময় আরএসএফ’র ধর্ষণের শিকার ৩২ কিশোরী

পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা

মক্কা-মদিনা রুটে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৪২ জন