ভিডিও রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ০১:৪৬ দুপুর

বিশ্বকাপের আরও কাছে স্পেন

বিশ্বকাপের আরও কাছে স্পেন, . ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ে শতভাগ ধারাবাহিকতা ধরে রাখলো স্পেন। জর্জিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করার দ্বারপ্রান্তে চলে এসেছে লা রোহারা। জোড়া গোলে জ্বলে উঠেন মিকেল মিকেল ওইয়ারজাবাল। 

ইনজুরিতে থাকা লামিনে ইয়ামাল, পেদ্রি বা রদ্রির কারও অনুপস্থিতিই টের পেতে দেয়নি স্পেন। জর্জিয়ার বিপক্ষে দুর্দান্ত ছিল স্বাগতিকরা। রিয়াল সোসিয়েদাদের স্ট্রাইকার ওইয়ারজাবাল দুটি গোলের সঙ্গে করেছিলেন একটি অ্যাসিস্ট। মার্টিন জুবিমেন্দি ও ফেরান তোরেসও গোল পেয়েছেন। প্রথমার্ধে স্পেন ৩-০ গোলে এগিয়ে ছিল। ১১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন ওইয়ারজাবাল। ৬৩ মিনিটে হেডে দলের চতুর্থ গোলটিও ছিল তারই। 

আরও পড়ুন

টানা পাঁচ জয়ে স্পেনের গোলসংখ্যা এখন ১৯। বিপরীতে একটিও গোল হজম করেনি। ইউরোপের চ্যাম্পিয়নরা শেষ বাছাই ম্যাচে মঙ্গলবার তুরস্কের মুখোমুখি হবে। ওই ম্যাচেই নিশ্চিত হতে পারে মূল পর্ব। গ্রুপ ‘ই’-তে স্পেন তুরস্কের চেয়ে এগিয়ে তিন পয়েন্টে। শনিবার বুলগেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে তুরস্ক। এই অবস্থায় স্পেনকে পেছনে ফেলে বিশ্বকাপের টিকিট কাটতে হলে তুর্কিদের জিততে হবে বিশাল ব্যবধানে। কারণ পয়েন্ট সমান হলে তখন ভাগ্য নির্ধারণ করবে গোল গড়। স্পেনের গোল-গড় +১৯; তুরস্কের +৫।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আরও কাছে স্পেন

লতিফ সিদ্দিকীর সঙ্গে আদালতে ভাই কাদের সিদ্দিকী

ফেনীতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন

মুশফিকের প্রতি ভালোবাসা ও সম্মান দেখাতে বললেন তামিম

একটি দল দেশের রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাচ্ছে : মির্জা ফখরুল

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্টোল বোমা হামলা