ভিডিও রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৫, ০১:২১ দুপুর

একটি দল দেশের রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাচ্ছে : মির্জা ফখরুল

একটি দল দেশের রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাচ্ছে : মির্জা ফখরুল,ছবি: সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক হতাশা, অনেক বিভ্রান্তি আর অনিশ্চয়তার মধ্যেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু একটি গোষ্ঠী, একটি দল, দেশের রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাচ্ছে। 

আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনীতি বিভ্রান্তির মধ্যে আছে। দুর্ভাগ্যক্রমে বর্তমান সময়টা জটিল সংকটে পড়ছে। অন্তর্বর্তী সরকার সবার সমর্থনে এসেছে। রাজনৈতিক কাঠামোতে আনতে চেষ্টা করেছেন ড. মুহাম্মদ ইউনূস। কিন্তু কতদূর তা গেছে তা নিয়ে প্রশ্ন আছে। অনেক হতাশা, অনেক বিভ্রান্তি আর অনিশ্চয়তার মধ্যেও ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু একটি গোষ্ঠী, একটি দল, দেশের রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাচ্ছে। এ অবস্থায় বিলম্ব না করে নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই, পরিস্থিতি স্বাভাবিক নয়, দেশে নির্বাচিত সরকার না থাকলে এগুলো সমাধান হবে না। তাই নির্বাচিত সরকার দরকার।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার (১৭ নভেম্বর) গণহত্যার রায় হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সারা দেশে আতঙ্ক বিরাজ করছে। একটি মহল এটাকে নিয়ে নৈরাজ্য তৈরিতে পাঁয়তারা করছে। সবাইকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। গণতন্ত্রের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। 

আরও পড়ুন

এসময় বিএনপি মহাসচিব বলেন, মওলানা ভাসানী স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, কল্যাণকর রাষ্ট্রের চিন্তা করেছিলেন, কিন্তু তিনি তা দেখে যেতে পারেননি। মওলানা ভাসানীর প্রতি বিএনপি’র দায় আছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দোয়া করেছিলেন তিনি; মশিউর রহমান যাদু মিয়াকে জিয়াউর রহমানের সঙ্গে কাজ করতে বলেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটি দল দেশের রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাচ্ছে : মির্জা ফখরুল

গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্টোল বোমা হামলা

আলেম-ওলামাকে নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান ডা. শফিকুরের

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিলো ইসরায়েল, কারফিউ জারি

যে জিয়া জনতার সে জিয়া মরে নাই

কমিশন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায়: সিইসি