ভিডিও শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৫, ০৮:৪০ রাত

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন ছাত্রদল নেতা

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন ছাত্রদল নেতা

বরিশাল নগরে গ্রেফতার এড়াতে পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়েছেন ছাত্রদলের এক নেতা। এ সময় হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

 

আজ শনিবার (১৫ নভেম্বর) সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জনকে নামধারী আসামি করে কোতয়ালী থানায় মামলা করেছেন টিএসআই মাহাবুব আলম। মামলায় আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

শুক্রবার রাত ২টার দিকে নগরীর ভাটারখাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আসামি ঘটনার সময় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতাররা হলেন- বরিশাল নগরীর ভাটারখাল এলাকার রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার, পালিয়ে যাওয়া মাসুমের স্ত্রী রিমি বেগম, একই এলাকার রিফাত ও শিল্পি আক্তার।

আরও পড়ুন

মামলায় উল্লেখ করা হয়েছে- চলতি বছর দায়ের হওয়া একটি মামলার আসামি ছাত্রদল নেতা মাসুম হাওলাদার। পুলিশের একটি দল তাকে গ্রেফতার করতে ভাটারখাল এলাকায় যায়। তখন পুলিশের উপস্থিতি দেখে মাসুম ও তার পরিবারের সদস্যরা অতর্কিত হামলা চালায়। এ সময় ৬০ থেকে ৭০ জন ব্যক্তি মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও ইট ছুড়ে চালানো হামলায় এসআই নাসিম হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় মাসুম পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে গেলেও চারজনকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন ছাত্রদল নেতা

বগুড়ার দৃশ্যমান উন্নয়ন দেখতে ধানের শীষে ভোট দিবে : কাজী রফিক

কোনো অপশক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না : আইজিপি

দেশের সব বিশ্ববিদ্যালয় প্লাস্টিকমুক্ত ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার

ধনী হতে ইসলাম কি নিরুৎসাহিত করে?

প্লে-ব্যাক নিয়ে শাপলা’র স্বপ্ন