ভিডিও বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৫, ০৭:৫৩ বিকাল

সিরাজগঞ্জের তাড়াশে জমি-বাড়ি লিখে না দেওয়ায় বাবাকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম 

সিরাজগঞ্জের তাড়াশে জমি-বাড়ি লিখে না দেওয়ায় বাবাকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে জমি-বাড়ি রেজিস্ট্রি করে না দেওয়ায় লোহার রড দিয়ে বাবাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ঘরে তালাবন্দি করে রাখে তার দুই ছেলে। খবর পেয়ে ওই বৃদ্ধের মেয়ে ও জামাতা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার বিন্নাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের দুই ছেলে সরিদুল ইসলাম (৩৫) ও  জরিপ (৩০)। দীর্ঘদিন ধরে তার বাবার কাছ থেকে জমি-বাড়ি লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু ছেলেদের বিরূপ আচরণ ও নিজের ভবিষ্যতের কথা চিন্তাা করে তিনি তাতে রাজি হননি। গত মঙ্গলবার রাতে আব্দুর রাজ্জাককে তার দুই ছেলে পুনরায় জমি লিখে দেওয়ার জন্য প্রস্তাব দিলে তিনি সরাসরি না বলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা লোহার রড দিয়ে রক্তাক্ত জখম করে তাকে ঘরে আটকে রাখে।

গত বুধবার প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলা রাণীগ্রাম থেকে মেয়ে ও জামাতা এসে আব্দুর রাজ্জাককে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রাজ্জাক বলেন, ছেলেরা তাকে ভাত খেতে দেয় না। এখন বাড়ি-জমি রেজিস্ট্রি করে দিতে বলে। এতে না বলায় তাকে বেদম মারধর করে রক্তাক্ত জখম  করে। 

আরও পড়ুন

ছেলেদের বিরুদ্ধে মামলা করবেন কি না? জানতে চাইলে আব্দুর রাজ্জাক বলেন, সন্তান তো, মায়া লাগে। মামলা করে লাভ কী বলেন? আব্দুর রাজ্জাকের একমাত্র মেয়ে রেজদা খাতুন বলেন, বাবা জমি-বাড়ি লিখে না দেওয়ায় ভাইয়েরা তাকে পিটিয়ে হত্যা চেষ্টা করে। আমি এর বিচার চাই। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় ঈদগাহের সামনে ড্রামভর্তি খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ ৭ মামলার আসামি গ্রেফতার 

আইভীর পাঁচ মামলার গ্রেফতার শুনানি পিছিয়েছেন আদালত

সিরাজগঞ্জের তাড়াশে জমি-বাড়ি লিখে না দেওয়ায় বাবাকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম 

নবাবগঞ্জে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ধানমন্ডি ৩২-এ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নারীকে মারধর