নবাবগঞ্জে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিষ্ফোরক মামলায় কার্যক্রম স্থগিত সংগঠন আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে। গত বুধবার দিনগত রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী অফিসার এস.আই মাহমুদুল হক জানান, গ্রেফতারকৃতরা হলো- উপজেলার বিনোদনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি ও উত্তর বোয়ালমারী গ্রামের মৃত রকিবুল্যার ছেলে আইনুল হক(৪১) এবং দাউদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও উত্তর মুরাদপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে সোহেল রানা(৩৭)। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1763038124.jpg)
