ভিডিও বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৫, ১১:৩৭ দুপুর

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১১টি এজেন্ডা নিয়ে সংলাপে ইসি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১১টি এজেন্ডা নিয়ে সংলাপে ইসি,ছবি: সংগৃহীত।

জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের রূপরেখা তৈরি করতে ইসি এই ১১টি এজেন্ডা নিয়ে আলোচনা শুরু করেছে।

 বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই সংলাপের প্রথম দিনের প্রথম সেশনে ছয়টি দলের প্রতিনিধি উপস্থিত রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে স্বাগত বক্তব্য রাখেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি সভার শুরুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত করা ১১ দফা আলোচ্যসূচি তুলে ধরেন।

আরও পড়ুন

আলোচনার জন্য নির্ধারিত প্রধান ১১টি এজেন্ডা হচ্ছে-১. তফসিল ঘোষণার আগে প্রার্থী ও রাজনৈতিক দলসমূহের করণীয় নির্ধারণ, ২. তফসিল ঘোষণার পর কঠোরভাবে আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করা, ৩. আচরণ বিধি অনুসারে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের অঙ্গীকারনামা সম্পাদন, ৪. প্রার্থীদের সঙ্গে রিটার্নিং অফিসারদের অঙ্গীকারনামা সম্পাদন, ৫. আউট অব কান্ট্রি ভোট এবং ইন কান্ট্রি পোস্টাল ভোট বাস্তবায়নের বিষয়ে আলোচনা, ৬. তফসিল ঘোষণার পর নির্বাচনি এজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা, ৭. ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ, ৮. নির্বাচনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর অপব্যবহার নিয়ন্ত্রণ, ৯. সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ না করা, লিঙ্গ, বর্ণ ও ধর্ম নিয়ে কোনো বৈষম্য না করা, ১০. ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা এবং ১১. এআই জেনারেটেড ভিডিও দ্বারা প্রতিপক্ষ, লিঙ্গ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ১১টি এজেন্ডা নিয়ে সংলাপে ইসি

আজ ‘নন্দিত কথাসাহিত্যিক’ হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন 

ক্যারিবীয়দের হারিয়ে বড় জয়ে সিরিজ জিতলো কিইউরা 

রাজধানীতে জামায়াত-শিবিরের শোডাউন

শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালে কড়া নিরাপত্তা

প্রতিরোধ গড়ার চেষ্টায় নাজমুল-মুশফিকুর