প্রতিরোধ গড়ার চেষ্টায় নাজমুল-মুশফিকুর
স্পোর্টস ডেস্ক: সিলেটে প্রথম দুদিন রাজত্ব করেছে বাংলাদেশ। আজ তৃতীয় দিন বড় কিছুর অপেক্ষায় স্বাগতিকরা। ২৮৬ রানে আয়ারল্যান্ডকে আটকে দেওয়ার পর প্রথম ইনিংসে ১ উইকেটে ৩৩৮ রান তুলেছে বাংলাদেশ। লিড ৫২ রানের। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানই পেয়েছেন রান। মাহমুদুল হাসান জয় ক্যারিয়ার সেরা ১৬৯ রান নিয়ে বুধবার তৃতীয় দিনের খেলা শুরু করেছেন। মুমিনুল হক অপেক্ষায় আছেন সেঞ্চুরির। তার ব্যাট থেকে এসেছে ৮০ রান। ১৩ সেঞ্চুরি নিয়ে সেঞ্চুরির সংখ্যায় সবার উপরে রয়েছেন তিনি। আজ তিন অঙ্ক ছুঁতে পারলে আরো একধাপ এগিয়ে যাবেন।
গতকাল ৮০ রানে থেমে যান সাদমান ইসলাম। তার ব্যাট থেকে সেঞ্চুরি এলে ইনিংসটি পূর্ণতা পেত। আয়ারল্যান্ডের গড়পড়তা বোলিংয়ের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা ছিলেন একেবারেই সাচ্ছন্দ্যে। ঢিলেঢালা বোলিংয়ের বিপক্ষে অনায়েসে রান তোলেন ব্যাটসম্যানরা। ছিল চার-ছক্কার ফুলঝুরি। মুমিনুল ও জয় ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে তৃতীয় দিনের খেলা শুরু করছেন। কতদূর যায় তাদের ব্যাট সেটাই দেখার।
আরও পড়ুন
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1762955536.jpg)





