ভিডিও বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৫, ০৭:২৭ বিকাল

হৃদরোগে আক্রান্ত অস্কার; ভাবছেন অবসরের কথা

হৃদরোগে আক্রান্ত অস্কার; ভাবছেন অবসরের কথা

চেলসি ছেড়ে চীনে পাড়ি জমানো ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে খেলার স্বপ্ন দেখলেও, হৃদরোগজনিত সমস্যার কারণে এখন তিনি অবসরের কথা ভাবছেন।

সাও পাওলোর হয়ে খেলার সময় অস্কারকে হঠাৎ অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। সৌভাগ্যবশত, তার অবস্থা গুরুতর নয় এবং বর্তমানে স্থিতিশীল। ক্লাব সভাপতি হুলিও কাসারেস জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষার ফলাফল ইতিবাচক।

৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের সাও পাওলোর সঙ্গে চুক্তি আছে ২০২৭ পর্যন্ত, তবে তিনি চুক্তি বাতিল করে খেলোয়াড়ি জীবন শেষ করার কথাও ভাবছেন। হৃদরোগ সমস্যা অস্কারের জন্য নতুন নয়; গত আগস্টে করিন্থিয়ান্সের বিপক্ষে পিঠের হাড় ভাঙার পরই তার হৃদযন্ত্রে অস্বাভাবিকতা ধরা পড়েছিল।

২০২৫ সালের জানুয়ারি থেকে সাও পাওলোর হয়ে অস্কার ২১টি ম্যাচ খেলেছেন, ২টি গোল এবং ৫টি অ্যাসিস্ট করেছেন। চেলসির হয়ে প্রিমিয়ার লিগ খেলার পর ২০১৭ সালে সাংহাই পোর্টে যোগ দিয়েছিলেন, এবং চলতি বছরের শুরুতে ফ্রি এজেন্ট হিসেবে সাও পাওলোতে ফিরে আসেন।

আরও পড়ুন

ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, 'বিধিবদ্ধ চিকিৎসা প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং খেলোয়াড়ের গোপনীয়তা বজায় রেখে চিকিৎসা দল থেকে আপডেট পাওয়া মাত্র আরও তথ্য জানানো হবে।'

অস্কার ব্রাজিল জাতীয় দলে ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ৪৮ ম্যাচে ১২ গোল করেছেন। এখন তার ফোকাস পুরোপুরি সুস্থতায় এবং খেলোয়াড়ি জীবনের ভবিষ্যৎ সিদ্ধান্তে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদরোগে আক্রান্ত অস্কার; ভাবছেন অবসরের কথা

নওগাঁর পত্নীতলায় দেশি বীজ বিনিময় উৎসব

হাসপাতালে ভর্তি বাংলাদেশের ‘বিরোধ’ সিনেমার অভিনেতা প্রেম চোপড়া

ফরিদপুরে প্রবাসীর বাড়ি থেকে হাতবোমা ও সরঞ্জাম উদ্ধার, আটক ৩

অক্টোবরে সড়কে ঝরেছে ৪৬৯ প্রাণ, আহত ১২৮০ জন

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত দলের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত