ভিডিও সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৫, ০৩:২৭ দুপুর

আসিফের মন্তব্যে বাফুফে’র অসন্তোষ

আসিফের মন্তব্যে বাফুফে’র অসন্তোষ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গায়ক আসিফ আকবরের ‘ফুটবলের সঙ্গে মারামারি’ করার মতো মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

গণমাধ্যমকে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, তারা এই ধরনের বিতর্কে প্রকাশ্যে জড়াতে চান না, তবে বিসিবি পরিচালকের এমন ‘আক্রমণাত্মক’ বক্তব্যের বিষয়ে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে নিজেদের আপত্তির কথা জানাবেন। 

রোববার বিসিবি আয়োজিত এক ক্রিকেট কনফারেন্সে আসিফ আকবর ফুটবলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, ‘ফুটবলারদের জন্য সারা বাংলাদেশে ক্রিকেট খেলা যাচ্ছে না। এরা উইকেট ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলেছে।’ তিনি আরও দাবি করেন, ‘প্রত্যেকটা জেলার স্টেডিয়াম ফুটবল দখল করে রেখেছে।’ ক্রিকেটকে ‘আভিজাত্যের খেলা’ এবং ফুটবলকে ‘শুরুটাই খারাপ’ বলে তুলনা করে বিসিবি’র এই পরিচালক বলেন, ‘ক্রিকেট একটা ডিসিপ্লিন খেলা, আভিজাত্যের খেলা। ...আর ফুটবল হচ্ছে... শুরুটাই খারাপ। কার কর্নার, কার ফাউল, সবাই এসে দাবি করে।’ নিজের আগ্রাসী মনোভাব প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আবার অত ভদ্র না... যদি ফুটবল মারপিট করে, আমিও মারপিট করব, নো প্রবলেম। যে যেমন, তার সঙ্গে তেমন করতে হবে। আমরা চাচ্ছি খেলার অধিকার।’

আরও পড়ুন

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ক্রিকেট লিগের সূচির সঙ্গে ফুটবল ম্যাচের সূচি সাংঘর্ষিক হওয়ায় মূলত এই ক্ষোভ প্রকাশ করেন আসিফ। তিনি বিসিবি সভাপতিকে বাফুফে’র সঙ্গে বসে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মাধ্যমে বাৎসরিক সূচি ঠিক করার অনুরোধও জানিয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফের মন্তব্যে বাফুফে’র অসন্তোষ

যুক্তরাষ্ট্রে শাটডাউন অবসানে সমঝোতা

মাইকেল জ্যাকসনের বায়োপিকের টিজারে ২৪ ঘণ্টায় ১১৬ মিলিয়ন ভিউের রেকর্ড

ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

হাসিনার মামলার রায় ঘিরে জাতীয় ঈদগাহে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

জানুয়ারির মধ্যেই শেষ হবে আবু সাঈদ হত্যার বিচার : প্রসিকিউশন