ভিডিও শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৫, ০৩:১৩ দুপুর

৮৯০ দিন পর ক্যাম্প ন্যু-তে বার্সেলোনা

৮৯০ দিন পর ক্যাম্প ন্যু-তে বার্সেলোনা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নিজেদের চিরচেনা আঙিনা স্পটিফাই ক্যাম্প ন্যু-তে ফিরল বার্সেলোনা। সংস্কারের কারণে ৮৯০ দিন ধরে চেনা মাঠ থেকে দূরে থাকার পর, হানসি ফ্লিকের দল শুক্রবার (৭ নভেম্বর) প্রায় ২৩ হাজার উচ্ছ্বসিত সমর্থকের উপস্থিতিতে একটি উন্মুক্ত অনুশীলন সেশনের মাধ্যমে নবনির্মিত ঘাসে পা রাখল। ক্লাবটির সমর্থকদের জন্য এই মুহূর্তটি ছিল ঐতিহাসিক ও আবেগঘন।

২০২৩ সালের মে মাসে মায়োর্কার বিপক্ষে ম্যাচে শেষবার ক্যাম্প ন্যু-তে বল গড়িয়েছিল। অবশেষে ৮৯০ দিন পর স্টেডিয়ামের প্রধান ফটক খোলার সঙ্গে সঙ্গেই বার্সা সমর্থকরা হর্ষধ্বনি আর জোরালো করতালির মাধ্যমে তাদের ঘরকে নতুন করে বরণ করে নেয়। যদিও স্টেডিয়ামের নির্মাণকাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। বার্সা নবনির্মিত ক্যাম্প ন্যু-তে ম্যাচ আয়োজনের প্রথম অনুমোদন পেলেও, দ্বিতীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ আয়োজন করবে না। সেই অনুমতি মিললে প্রায় ৪৫,০০০ দর্শক ধারণক্ষমতা নিয়ে ম্যাচ আয়োজন সম্ভব হবে।

আরও পড়ুন

কোচ হান্সি ফ্লিক, ভয়চেক সেজনি এবং মার্কাস রাশফোর্ডের মতো অনেকে, যাদের কেবল প্রতিপক্ষ হিসেবে এই মাঠে নামার অভিজ্ঞতা ছিল তারা প্রথমবারের মতো ক্লাবের হয়ে বিখ্যাত এই মাঠে রোমাঞ্চ অনুভব করলেন। লা মাসিয়ার বেশকিছু তরুণ প্রতিভা যেমন মার্ক কাসাদো, দানি ওলমোরাও ঐতিহাসিক এই মাঠে প্রথম পা রাখলেন।

ধারণা করা হচ্ছে, নভেম্বরের শেষ দিকে ২২ নভেম্বর অ্যাথলেতিক বিলবাও কিংবা ২৯ নভেম্বর দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচের মাধ্যমেই ক্যাম্প ন্যু-তে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বিএনপির ১২ নেতাকর্মীর বাড়ি ভাঙচুর

নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চায় কিছু দল : হাফিজ

টঙ্গীর ঝুট গুদামে অগ্নিনির্বাপণের ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস

এখনকার প্রজন্ম পোশাকের মতো পার্টনার বদলায় : টুইঙ্কেল

৯ জেলায় নিয়োগ দিবে আকিজ গ্রুপ

রিয়েলমি সি৮৫ প্রো: সেগমেন্টের সবচেয়ে শক্তিশালী আইপি৬৯ প্রো ও ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি