ভিডিও শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৫, ০৫:০৫ বিকাল

জাহানারা চাইলে আইনগত ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

জাহানারা চাইলে আইনগত ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশ নারী ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা গুরুতর অভিযোগ। তিনি নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ দায়িত্বে থাকা কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। বিষয়টি নিয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিমকে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা দাবি করেন, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অনৈতিক আচরণ করেছিলেন। তিনি বলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) আমার কাছে আসলো, এসে আমার কাঁধে হাত দিয়ে বলছে- “তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকবো, চলে আসিস।

বিসিবির কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জাহানারা। তিনি বলেন, ‘দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। আমাদের তৎকালীন নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে বারবার জানিয়েছি। এক- দু’দিন ঠিক থাকত, এরপর আবার আগের অবস্থায় ফিরে যেত।

আরও পড়ুন

আজ শুক্রবার (৭ নভেম্বর) জাহানারার এমন অভিযোগ নিয়ে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধ, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য বড় হুমকি বলে মন্তব্য করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি আরও বলেন, ‘এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের কাজ করে পার না পেয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহানারা চাইলে আইনগত ব্যবস্থা নেবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

মা মোবাইলে ভিডিও দেখতে নিষেধ করায় মেয়ের আত্মহত্যা

নতুন নেতৃত্ব, নতুন বাংলাদেশ স্লোগানে নিজেদের প্রস্তুত করতে হবে :জামায়াত আমির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল দাস তৈরির কারখানায় পরিণত হয়েছে : নাহিদ ইসলাম

রামপালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

নো হাংকি পাংকি এটা কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি