ভিডিও বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৫, ০৭:৫২ বিকাল

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

স্পোর্টস ডেস্কঃ  বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ১২তম আসরে অংশ নেবে পাঁচ দল। দরপত্র জমা দেওয়া ১১ প্রতিষ্ঠান থেকে শেষ পর্যন্ত যাচাই-বাছাই করে পাঁচটি দল চূড়ান্ত করেছে বিসিবি। বৃহস্পতিবার ওই পাঁচ দলের নাম চূড়ান্ত করে দিয়েছে বোর্ড।

এর মধ্যে পুরনো ফ্র্যাঞ্চাইজি রংপুর ও ঢাকা একই মালিকানায় এবারও বিপিএলে অংশ নিতে যাচ্ছে। যে কারণে এই দুই দলের নাম অপরিবর্তিত রেখেছে বিসিবি। রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস নামে আসন্ন বিপিএলে অংশ নেবে তারা।

 

নাবিল গ্রুপ রাজশাহী থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। দলটির নাম নির্ধারণ করে দেওয়া হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম থেকে দল পেয়েছে টায়াএঙ্গেল স্পোর্টস। ফ্র্যাঞ্চাইজির নাম দেওয়া হয়েছে চট্টগ্রাম রয়্যালস। সিলেট থেকে দল পাওয়া ক্রিকেট উইথ সামি’র দলের নাম দেওয়া হয়েছে সিলেট টাইটান্স।

আরও পড়ুন

এর আগে বিসিবি জানিয়েছে, এখন থেকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদল হলেও দলের নাম অপরিবর্তিত থাকবে। অর্থাৎ সিলেট কিংবা রাজশাহী বা অন্য কোন দল যদি আগামীতে নতুন কোন প্রতিষ্ঠানের মালিকানায় যায়। সেক্ষেত্রেও একই নামে বিপিএলে খেলতে হবে তাদের।

বিপিএলের পাঁচ দল: ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট টাইটান্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপিএলের পাঁচ দলের নাম চূড়ান্ত

বনের হনুমান বাড়ির চালে ছোটাছুটি করে পড়েছে  বিপাকে  

পাঁচবিবিতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত   

ধানের শীষ গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতীক : মাহবুবুর রহমান

পাকিস্তান থেকে পাখির খাদ্যের নামে এলো ২৫ টন নিষিদ্ধ পপি সিড

সারিয়াকান্দিতে এ্যাম্বুলেন্সের ধাক্কায় শিক্ষার্থী নিহত