ভিডিও বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৫ নভেম্বর, ২০২৫, ১০:২২ রাত

পাবনারে চাটমোহরে মাদকসহ মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা

পাবনারে চাটমোহরে মাদকসহ মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা। প্রতীকী ছবি

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন এক অসহায় বাবা। পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ইদিলপুর গ্রামের আলমগীর হোসেন তার ছেলে আব্দুল মোমিনকে (২৪) আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে মাদকসহ ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। এসময় চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালত মাদকাসক্ত মোমিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

আলমগীর হোসেন জানান, তার ছেলে আব্দুল মোমিন মাদক সেবনের সাথে জড়িয়ে পড়ে। মাদকের টাকা সংগ্রহে পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতে শুরু করে। মাদক সেবনের কথা নিষেধ করলে পরিবারের সদস্যদের মারধর পর্যন্ত করত মোমিন।

আরও পড়ুন

তার এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসার স্মরণাপন্ন হন তিনি। উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসির চৌধুরী আব্দুল মোমিনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। একই সাথে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয় ভবিষ্যতে আর মাদক সেবন করবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় ১৩৫ হেক্টর জমির ধান রক্ষায় কৃষকের প্রাণপণ চেষ্টা

মুক্ত আকাশে ডানা মেললো ছয়টি বালিহাঁস

ওএসডি হলেন নাচোলের সেই ইউএনও কামাল

গাইবান্ধার ফুলছড়িতে গরু ব্যবসায়ী খুন, আটক ১

বগুড়ায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

রিজিক বৃদ্ধির দোয়া